Tuesday, November 4, 2025

রাতভর কাজ শেষের পর অবশেষে স্বাভাবিক পরিষেবা! দক্ষিণেশ্বর থেকেই মিলছে মেট্রো

Date:

রবিবার দুপুর থেকেই স্তব্ধ হয়ে গিয়েছিল পরিষেবা। চরম হয়রানির শিকার হতে হয়েছিল যাত্রীদের। দক্ষিণেশ্বর-দমদম (Dakshineshwar-Dumdum) লাইনে মেট্রো পরিষেবা থমকে যায়। যার জেরে রবিবার বাতিল করা হয় ৮০টিরও বেশি ট্রেন। যা কলকাতা মেট্রোর (Kolkata Metro) ইতিহাসে নজিরবিহীন। জানা যায়, থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগের গোলমালের জেরেই এই সমস্যা। এরপর রবিবার রাতভর কাজ শেষের পর সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে সামাল দেওয়া গেল পরিস্থিতি। সোমবার সকাল থেকে ওই লাইনে স্বাভাবিক হল মেট্রো পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষ সোমবার সকালে জানিয়েছে, দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া রুটে বর্তমানে মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে।

উল্লেখ্য, রবিবার দুপুর ১টা ৫২ মিনিট থেকে দক্ষিণেশ্বর এবং দমদমের মধ্যে মেট্রো আচমকা স্তব্ধ হয়ে যায় পরিষেবা। মেট্রো রেল সূত্রে খবর, থার্ড রেলে বিদ্যুৎ পরিষেবার সমস্যার কারণেই এই বিপত্তি ঘটে। এরপর মেট্রো রেলের ইঞ্জিনিয়ারদের দীর্ঘ প্রচেষ্টার পরও রবিবার চালু হয়নি মেট্রো। এরপর রবিবার রাতভর যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলার পর সোমবার সকালে স্বাভাবিক মেট্রো পরিষেবা। তবে রবিবারের অভিজ্ঞতার পর অনেকেই মেট্রো রুট এড়িয়ে যাচ্ছেন। সোমবার সকালে সেকারণেই দক্ষিণেশ্বর কিংবা বরাহনগর স্টেশনে অন্যান্য দিনের তুলনায় ভিড় খানিকটা কম। নিত্যযাত্রীরা জানিয়েছেন, মেট্রো স্বাভাবিক হয়েছে কি না, তা তাঁরা অনেকেই জানতে পারেননি। তাই বিকল্প পথে যাতায়াতের পরিকল্পনা করে বেরিয়েছিলেন বাড়ি থেকে। মেট্রো স্বাভাবিক দেখে অনেকে তাতে উঠেছেন। অনেকে মেট্রোর পথ এড়িয়ে গিয়েছেন।

তবে সপ্তাহের বেশিরভাগ দিনই কোনও না কোনও কারণে থমকে যাচ্ছে মেট্রো রেল পরিষেবা। আর সেকারণেই সকালের ব্যস্ততম সময়ে অফিস পৌঁছতে না পেরে সাধারণ মানুষদের মধ্যে বাড়ে উত্তেজনা।

 

 

 

Related articles

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...
Exit mobile version