Wednesday, August 27, 2025

অভিনয়ের বীজ পুঁতেছিলেন অমিতাভ বচ্চনের মাথায়, অভিনেতার সঙ্গে কেমন সম্পর্ক সেই ভাইয়ের

Date:

কথায় বলে প্রত্যেক সফল পুরুষের পিছনে থাকে একজন নারীর অবদান। তবে অনেকের ক্ষেত্রে সেই অবদান কোনও পুরুষেরও হতে পারে। বলিউডের বিগ-বির সাফল্যের শুরুটা অনেকটাই ছিল তাঁর ভাই অজিতাভ বচ্চনের (Amitabh Bachchan) কারণে, একথা সম্প্রতি তিনি নিজেই স্বীকার করলেন। এমনকি সম্প্রতি একটি অনুষ্ঠানে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা গেল অজিতাভ বচ্চনকেও।

কেবিসি-র ফ্যামিলি স্পেশাল উইকের একটি এপিসোডে বেশ স্মৃতিমেদুর হয়ে পড়েন অমিতাভ বচ্চন। তখনই তাঁর গলায় শোনা যায় তাঁর ছোটভাইয়ের কথা। বিগ-বির থেকে বছর পাঁচেকের ছোট অজিতাভও নৈনিতালের (Nainital) স্কুলেই পড়াশোনা করেন। আর পাঁচটা পরিবার যেমন বাড়ির ছোটদের আগলে রাখে অমিতাভও তেমনি আগলে রাখতেন অজিতাভকে। তবে কলকাতায় চাকরি করার সময় অজিতাভই (Ajitabh Bachchan) প্রথম তাঁকে অভিনয়কে পেশা হিসাবে নেওয়ার জন্য প্রভাবিত করেন। তাঁর ছবি তুলে একটি প্রতিযোগিতাতেও পাঠিয়ে দেন, বলে জানান অমিতাভ। প্রতিযোগিতা পাশ করে অভিনয় জগতে প্রবেশ করতে না পারলেও সেখান থেকে তাঁর মনে অভিনেতা হওয়ার বীজ পুঁতে যায়।

পরবর্তীকালে বড়দাদা অভিনয় ও ছোটভাই ব্যবসায় যুক্ত হলেও তাঁদের মধ্যে যথেষ্ট সদ্ভাব ছিল। ছোট ভাইকে ব্যবসায় সাহায্যও করেছিলেন অ্যাংরি ইয়ংম্যান। অমিতাভ বচ্চনের বান্ধবী রমোলার সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধও হন অজিতাভ। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্কে চিড় ধরে। সম্ভবত সেটা ব্যবসায়িক কারণেই। বাবার মৃত্যুর পর সেই দূরত্ব আরও বাড়ে। আবার সময়ই কাছে এনে দিয়েছে দুই সহোদরকে। তিন কন্যা ও এক পুত্রের পিতা অজিতাভ বর্তমানে লন্ডনের বাসিন্দা। সম্প্রতি অমিতাভ তনয়া শ্বেতা নন্দার পুত্র অগস্ত্য নন্দার প্রথম চলচ্চিত্র ‘দ্য আর্চিস’। তারই প্রিমিয়ারে (Premier) মুম্বাইয়ে বসেছিল চাঁদের হাট। সেই অনুষ্ঠানেই বচ্চন পরিবারের পাশেই দেখা যায় সস্ত্রীক অজিতাভ বচ্চনকেও। এর থেকেই বোঝা যায় দুই ভাইয়ের সম্পর্কের উষ্ণতা এখন বেড়েছে।

আরও পড়ুন- দিদির কাছে কংগ্রেসের ক্ষো.ভ উ.গরে দিলেন অখিলেশ

Related articles

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...

স্কুলের শৌচাগারে অগ্নিদগ্ধ পঞ্চমের ছাত্রী! পাটনায় বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের শৌচাগারের মধ্যে রহস্যজনকভাবে পুড়ে মৃত্যু (burnt alive) হল পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার। ঘটনার জেরে স্কুলে বিক্ষোভ ও...
Exit mobile version