Saturday, May 3, 2025

বর্ধমান বি.পর্যয় থেকে শিক্ষা! চাপে পড়ে একাধিক স্টেশনের বি.পজ্জনক ট্যাঙ্ক ভা.ঙার সিদ্ধান্ত রেলের

Date:

অবশেষে নড়ল টনক। বর্ধমান (Bardhaman) স্টেশনে ট্যাঙ্ক (Tank) বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই চরম সমালোচনার মুখে পড়ে বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। এবার স্টেশনে থাকা প্রত্যেক বিপজ্জনক ট্যাঙ্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হল। সূত্রের খবর, ভেঙে ফেলা জলের ট্যাঙ্কের তালিকায় একাধিক ব্রিটিশ আমলের। সেই তালিকায় রয়েছে হাওড়া ডিভিশনের ৩, আসানসোল ডিভিশনের ৮, মালদহ ডিভিশনের একটি জলের ট্যাঙ্ক। জানা গিয়েছে, দ্রুত ট্যাঙ্কগুলিকে ভেঙে ফেলার কাজ শুরু হবে।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর বর্ধমান স্টেশনে বড়সড় বিপর্যয় ঘটে। স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে থাকা ১৮৯০ সালে তৈরি ট্যাঙ্ক আচমকা ভেঙে যায়। দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়। মৃতদের নাম ক্রান্তি বাহাদুর (১৪), সোনারাম টুডু (৩৫), মফিজা বেগম (৩৫) এবং সুধীর সূত্রধর। সূত্রের খবর, ক্রান্তি এবং সোনারাম দু’জনেই ঝাড়খণ্ডের বাসিন্দা। বর্ধমান শহরের লাকুড্ডির বাসিন্দা ছিলেন মফিজা। অন্যদিকে, জখম অবস্থায় সুধীরকে বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হলেও, রবিবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। পাশাপাশি দুর্ঘটনার জেরে জখম হন আরও ৩৪ জন। জখমদের বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়।

তবে গত বুধবারের বর্ধমান স্টেশনে এমন বিপর্যয়ের পরেই রাজ্যের বিপজ্জনক সব ট্যাঙ্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত পূর্ব রেলের। পূর্ব রেলের মূ্খ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, আগামী এক বছরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করছি। রিনি আরও জানিয়েছেন, আপাতত নষ্ট করার আগে সব চিহ্নিত ট্যাঙ্কগুলির ধারণ ক্ষমতার অর্ধেক জল ভরা হবে। যদি মনে হয় কোনওটির রক্ষণাবেক্ষণ প্রয়োজন সেগুলির সংস্কার করা হবে।

 

 

 

Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version