Monday, November 17, 2025

বর্ধমান বি.পর্যয় থেকে শিক্ষা! চাপে পড়ে একাধিক স্টেশনের বি.পজ্জনক ট্যাঙ্ক ভা.ঙার সিদ্ধান্ত রেলের

Date:

অবশেষে নড়ল টনক। বর্ধমান (Bardhaman) স্টেশনে ট্যাঙ্ক (Tank) বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই চরম সমালোচনার মুখে পড়ে বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। এবার স্টেশনে থাকা প্রত্যেক বিপজ্জনক ট্যাঙ্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হল। সূত্রের খবর, ভেঙে ফেলা জলের ট্যাঙ্কের তালিকায় একাধিক ব্রিটিশ আমলের। সেই তালিকায় রয়েছে হাওড়া ডিভিশনের ৩, আসানসোল ডিভিশনের ৮, মালদহ ডিভিশনের একটি জলের ট্যাঙ্ক। জানা গিয়েছে, দ্রুত ট্যাঙ্কগুলিকে ভেঙে ফেলার কাজ শুরু হবে।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর বর্ধমান স্টেশনে বড়সড় বিপর্যয় ঘটে। স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে থাকা ১৮৯০ সালে তৈরি ট্যাঙ্ক আচমকা ভেঙে যায়। দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়। মৃতদের নাম ক্রান্তি বাহাদুর (১৪), সোনারাম টুডু (৩৫), মফিজা বেগম (৩৫) এবং সুধীর সূত্রধর। সূত্রের খবর, ক্রান্তি এবং সোনারাম দু’জনেই ঝাড়খণ্ডের বাসিন্দা। বর্ধমান শহরের লাকুড্ডির বাসিন্দা ছিলেন মফিজা। অন্যদিকে, জখম অবস্থায় সুধীরকে বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হলেও, রবিবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। পাশাপাশি দুর্ঘটনার জেরে জখম হন আরও ৩৪ জন। জখমদের বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়।

তবে গত বুধবারের বর্ধমান স্টেশনে এমন বিপর্যয়ের পরেই রাজ্যের বিপজ্জনক সব ট্যাঙ্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত পূর্ব রেলের। পূর্ব রেলের মূ্খ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, আগামী এক বছরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করছি। রিনি আরও জানিয়েছেন, আপাতত নষ্ট করার আগে সব চিহ্নিত ট্যাঙ্কগুলির ধারণ ক্ষমতার অর্ধেক জল ভরা হবে। যদি মনে হয় কোনওটির রক্ষণাবেক্ষণ প্রয়োজন সেগুলির সংস্কার করা হবে।

 

 

 

Related articles

শুট অ্যাট সাইট নির্দেশ ইউনূস প্রশাসনের! হাসিনার রায় বেরোনোর আগে উত্তপ্ত ঢাকা

বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shiekh Hasina)। সেই অভিযোগের বিচার...

আরজেডি শিবিরে অশান্তি অব্যাহত, শহর ছাড়লেন লালুর চার কন্যা

নির্বাচনে হারের পর থেকে সময়টা কিছুতেই ভালো কাটছে না আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ও তাঁর দল আরজেডির...

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...
Exit mobile version