Tuesday, August 26, 2025

কিছুক্ষণের মধ্যেই I.N.D.I.A. জোটের বৈঠক, আগেই মমতার কাছে সপুত্র উদ্ধব!

Date:

Share post:

আর কিছুক্ষণের মধ্যেই রাজধানীর অশোকা হোটেলে শুরু হচ্ছে I.N.D.I.A. জোটের চতুর্থ বৈঠক। তার আগে মঙ্গলবার দুপুরে পুত্র আদিত্যকে সঙ্গে নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করে গেলে শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা উদ্ধব ঠাকরে (Uddhab Thakre)। সূত্রের খবর বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে একান্তে আলোচনা হয়। এরপর বাংলোর গেট পর্যন্ত দিয়ে তাঁদের বিদায় জানান স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। হাসি মুখে আদিত্যের সঙ্গে কথা বলতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। এরপরেই অভিষেককে সঙ্গে নিয়ে অশোকা হোটেলে রওনা হন তৃণমূল (TMC) সভানেত্রী।

সংসদে গণতন্ত্রকে বুলডোজ করছে মোদি সরকার। মঙ্গলবারও তৃণমূল-সহ ৪৯জন বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। প্রতিবাদে একজোট হয়ে সংসদের বাইরে ধর্না-বিক্ষোভ প্রদর্শন করছে I.N.D.I.A. জোটের সাংসদরা। এই পরিস্থিতিতেই আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে জোটের চতুর্থ বৈঠক। ২০২৪-এর লোকসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করে কোমর বেঁধেছে বিরোধীরা। এদিনের বৈঠকে বড় আলোচ্য বিষয় হতে পারে সংসদে ১৪১জন বিরোধীদলের সাংসদের সাসপেনশন। একই সঙ্গে এর প্রেক্ষিতে কেন্দ্রের বিরুদ্ধে প্রচারের স্লোগান নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর।

এর পাশাপাশি এই বৈঠকে আসন সমঝোতা নিয়েও আলোচনার কথা। এদিনের বৈঠকে সেই বিষয়টি চূড়ান্ত হবে বলে মনে করা হচ্ছে। সাসপেনশন ইস্যুতে সংসদের বাইরে বিরোধী জোটের ঐক্যের যে ছবি দেখা যাচ্ছে বৈঠকে আসনরফার ক্ষেত্রে তা কতটা বজায় থাকে সেদিকেই নজর সবার।

spot_img

Related articles

ব্রাজিল দলে ফের ব্রাত্য নেইমার, জায়গা হল না ভিনিসিয়াসের

২০২২ সালের ৯ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষবার ব্রাজিলের(brazil) জার্সিতে ম্যাচ খেলেছিলেন নেইমার(neymar)।  আরও একটা...

যশের সঙ্গে আর নয়, ছেলেকে নিয়ে আলাদা নুসরত!

'অর্ডার ছাড়া বর্ডার ক্রস' না করার ওয়ারনিং দিয়ে আপাতত চর্চার শিরোনামে রক্তবীজ টু-এর (Raktabeej 2) আইটেম ডান্স গার্ল।...

পরকীয়ার পরিণতি,কর্নাটকে হোটেলে প্রেমিকার মুখে বোমা ভরে খুন!

কর্নাটকের মাইসুরুর কাছে একটি গ্রামে বিবাহিত মহিলার মুখে বিস্ফোরক পাউডার ভরে খুন করল প্রেমিক।অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কর্নাটক...

নর্তকী থেকে প্রৌঢ়া, একদিনে তিন ‘মৃত্যু’ আনন্দপুরে

একইদিনে তিন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আনন্দপুর থানা এলাকায়। তিনটি দেহের পরস্পরের সঙ্গে সম্পর্ক নেই বলেই প্রাথমিকভাবে পুলিশের...