ফের মানতে হবে কো.ভিড বিধি! নির্দেশিকা জারি করে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের

বছর শেষের মুখে ফের থাবা বসানোর মারণ চেষ্টা কোভিডের(Covid)। সারা দেশের একাধিক রাজ্যেই ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে সংক্রমণ। এমন পরিস্থিতিতে নতুন করে কোভিড সংক্রমণে নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের (Central Govt)। দীর্ঘ ২ বছর পর চলতি বছরের ৩১ মার্চ থেকে কোভিডের যাবতীয় বিধিনিষেধ সরকারিভাবে তুলে নিয়েছিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই বিষয়ে প্রতিটি রাজ্যকে নির্দেশিকাও (Guidelines) পাঠানো হয়েছিল। কিন্তু ফের রাজ্যগুলিকে চিঠি দিয়ে কোভিডবিধি মেনে চলার নির্দেশ দিল কেন্দ্র। চিঠিতে পরিষ্কারভাবে জানানো হয়েছে, সব রাজ্যকেই কোভিড বিধি মেনে চলতে হবে। আর সেকারণেই ৮ দফা নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রের নির্দেশিকা জারির পর ফের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের দিন ফিরছে বলেই মত সাধারণ মানুষের।

কেন্দ্রের জারি করা ৮ দফা নির্দেশিকা

কোভিড সতর্কতায় প্রতিটি জেলার উপর নজরদারি বাড়াতে হবে রাজ্যকে

ভিড় ও জনস্বাস্থ্যের দিকে কড়া নজর

সংক্রমিত এলাকায় বাড়তি নজর

জেলাভিত্তিক আক্রান্তদের রিপোর্ট সংগ্রহ করবে রাজ্য

আরটিপিসিআর টেস্ট আরও যত্নসহকারে করতে হবে

আক্রান্তের শরীরে কোভিডের নতুন কোনও লক্ষণ দেখলেই তৎক্ষণাৎ পদক্ষেপ

মাস্ক-স্যানিটাইজার বাধ্যতামূলক

উপসর্গ দেখা দিলেই আইসোলেশনে থাকুন

উল্লেখ্য, দিন কয়েক আগেই কোভিডের নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত এক মহিলার হদিশ মিলেছিল কেরলে। জানা যায় ৭৯ বছরের এক বৃদ্ধা করোনার জেএন.১ ভ্যারিয়েন্টে আক্রান্ত। বিশ্বের ৩৮ দেশে ইতিমধ্যে কোভিডের এই নয়া সাব ভ্যারিয়েন্ট ছড়িয়েছে। আক্রান্ত হচ্ছেন মানুষ। এদিকে কয়েকদিনেই কেরলে লাফিয়ে বেড়েছে সংক্রমণের সংখ্যা। পরিসংখ্যান বলছে, নতুন করে কোভিড সংক্রমণের মধ্যে ৮৯% কেরল থেকেই হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৮০০ ছাড়িয়েছে। ইতিমধ্যে ৫ জনের মৃত্যুও হয়েছে। এদের মধ্যে ১ জন উত্তরপ্রদেশের এবং বাকি ৪ জন কেরলের বাসিন্দা।

 

 

 

Previous articleকিছুক্ষণের মধ্যেই I.N.D.I.A. জোটের বৈঠক, আগেই মমতার কাছে সপুত্র উদ্ধব!
Next articleব্রাত্য আদবাণী-জোশী! রামমন্দির উদ্বোধনে আসতে নিষেধ ট্রাস্টের