Wednesday, August 27, 2025

আর কিছুক্ষণের মধ্যেই রাজধানীর অশোকা হোটেলে শুরু হচ্ছে I.N.D.I.A. জোটের চতুর্থ বৈঠক। তার আগে মঙ্গলবার দুপুরে পুত্র আদিত্যকে সঙ্গে নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করে গেলে শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা উদ্ধব ঠাকরে (Uddhab Thakre)। সূত্রের খবর বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে একান্তে আলোচনা হয়। এরপর বাংলোর গেট পর্যন্ত দিয়ে তাঁদের বিদায় জানান স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। হাসি মুখে আদিত্যের সঙ্গে কথা বলতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। এরপরেই অভিষেককে সঙ্গে নিয়ে অশোকা হোটেলে রওনা হন তৃণমূল (TMC) সভানেত্রী।

সংসদে গণতন্ত্রকে বুলডোজ করছে মোদি সরকার। মঙ্গলবারও তৃণমূল-সহ ৪৯জন বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। প্রতিবাদে একজোট হয়ে সংসদের বাইরে ধর্না-বিক্ষোভ প্রদর্শন করছে I.N.D.I.A. জোটের সাংসদরা। এই পরিস্থিতিতেই আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে জোটের চতুর্থ বৈঠক। ২০২৪-এর লোকসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করে কোমর বেঁধেছে বিরোধীরা। এদিনের বৈঠকে বড় আলোচ্য বিষয় হতে পারে সংসদে ১৪১জন বিরোধীদলের সাংসদের সাসপেনশন। একই সঙ্গে এর প্রেক্ষিতে কেন্দ্রের বিরুদ্ধে প্রচারের স্লোগান নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর।

এর পাশাপাশি এই বৈঠকে আসন সমঝোতা নিয়েও আলোচনার কথা। এদিনের বৈঠকে সেই বিষয়টি চূড়ান্ত হবে বলে মনে করা হচ্ছে। সাসপেনশন ইস্যুতে সংসদের বাইরে বিরোধী জোটের ঐক্যের যে ছবি দেখা যাচ্ছে বৈঠকে আসনরফার ক্ষেত্রে তা কতটা বজায় থাকে সেদিকেই নজর সবার।

Related articles

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...
Exit mobile version