Thursday, August 28, 2025

ব্রাত্য আদবাণী-জোশী! রামমন্দির উদ্বোধনে আসতে নিষেধ ট্রাস্টের

Date:

বিজেপি থেকে ব্রাত্য হয়েছেন আগেই, এবার রাম মন্দির আন্দোলনের অন্যতম প্রধান দুই নেতা লালকৃষ্ণ আদবাণী ও মুরলীমনোহর জোশীকে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান থেকে। আগামী জানুয়ারিতে রাম মন্দিরের উদ্বোধন তার আগে রাম মন্দির আন্দোলনের দুই প্রাণ পুরুষ আদবাণী ও জোশী উদ্বোধন অনুষ্ঠানে আসতে নিষেধ করলেন রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। তাঁদের অনুপস্থিতি প্রসঙ্গে ট্রাস্টের তরফে সংবাদমাধ্যমকে সাফাই দিয়ে বলা হয়েছে, স্বাস্থ্য ও বয়স সংক্রান্ত কারণে মুরলীমনোহর জোশী এবং লালকৃষ্ণ আদবাণী উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না।

রাম মন্দির আন্দোলনের অন্যতম দুই পথিকৃৎ আদবাণী ও জোশীকে ছেঁটে ফেলে মন্দির ট্রাস্টের সম্পাদক চম্পত রাই সাফাই দিয়ে বলেন, “এই অনুষ্ঠানে আদবাণীজির উপস্থিত থাকা অনিবার্য। তবে আমরা তাঁর বয়েসের কথা বিবেচনা করে অনুরধ করব তিনি যেন না আসেন।” পাশাপাশি মুরলীমনোহর জোশী আসার ইচ্ছাপ্রকাশ করলেও তাঁকেও আসতে বারণ করা হয়েছে অনুষ্ঠানে। এপ্রসঙ্গে চম্পত রাই বলেন, “যোশীর সঙ্গে আমি নিজে কথা বলেছি। উনি আসতে চেয়েছিলেন, কিন্তু আমি অনুরধ করেছি না আসার জন্য। কারণ ওনার বয়স হয়েছে, তার উপর ঠান্ডা, এমনকি সম্প্রতি হাঁটু প্রতিস্থাপন হয়েছে ওনার।” এই ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যাদের উদ্যোগে এই রাম মন্দির আন্দোলন তাঁদেরই আসতে নিষেধ করছে ট্রাস্ট। অবশ্য এই ঘটনায় উঠে আসছে অন্য তত্ত্বও। রাজনৈতিক মহলের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্ক একেবারেই ভালো নয় লালকৃষ্ণ আদবাণীর। ফলে যেহেতু রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রধান অতিথি নরেন্দ্র মোদি তাই এই অনুষ্ঠান থেকে ছেঁটে ফেলা হচ্ছে লালকৃষ্ণ আদবাণীকে। যার জেরেই তালিকা থেকে নাম কাঁটা গিয়েছে মুরলীমনোহর জোশীর।

অবশ্য আমন্ত্রিতদের তালিকায় এই ছোট্ট ফাটল ডাকা দিতে জাঁকজমকে কোনও খামতি রাখছে না ট্রাস্ট। চম্পত রাই জানান, আধ্যাত্মিক গুরু দলাই লামা, কেরলের মাতা অমৃতানন্দময়ী , যোগগুরু বাবা রামদেব, অভিনেতা রজনীকান্ত, অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অরুণ গোভিল, চিত্র পরিচালক মধুর ভাণ্ডারকর, শিল্পপতি মুকেশ আম্বানি, অনিল আম্বানি, প্রখ্যাত চিত্রকর বাসুদেব কামাত, ইসরোর অধিকর্তা নীলেশ দেশাই এবং আরও অনেক পরিচিত ব্যক্তিত্ব অনুষ্ঠানে যোগ দেবেন। রাম লালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু হবে ১৬ জানুয়ারি। যা ২২ জানুয়ারি পর্যন্ত চলবে।

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version