Sunday, August 24, 2025

অভিষেকের প্রশ্নের উত্তরে দেশে নারী নির্যাতনের ভয়াবহ ছবি প্রকাশ্যে আনল কেন্দ্র

Date:

Share post:

‘বিকশিত ভারত’ শ্লোগান নিয়ে পথে নেমেছে বিজেপি, লক্ষ্য ২০২৪-এর লোকসভা নির্বাচন। কি বিকাশ হচ্ছে বা কার বিকাশ হচ্ছে, তা মানুষ দৈনন্দিন প্রত্যক্ষ করছে। আর এই কথিত বিকাশের মধ্যেই ক্রমশ বেড়ে চলেছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা। আর অবস্থাটা এতটাই খারাপ যে সামাজিক নিরাপত্তাহীনতার এই বিষয়টিকে ধামাচাপা দেওয়া যাচ্ছে না।

মঙ্গলবার লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় ও অন্য দুই সাংসদের প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় কুমার মিশ্র এক লম্বা ফিরিস্তি দিয়ে জানিয়েছেন, সরকার নারী ও শিশু নির্যাতনের প্রশ্নে কতটা সংবেদনশীল এবং শূন্য সহনশীল। মন্ত্রী জানিয়েছেন, “যৌন অপরাধের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধের জন্য ফৌজদারি আইন (সংশোধনী), ২০১৩ প্রণীত হয়েছিল। ১২ বছরের কম বয়সী মেয়েদের ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড সহ আরও কঠোর শাস্তির বিধান নির্ধারণের জন্য ফৌজদারি আইন (সংশোধন), ২০১৮ প্রণীত হয়েছিল। আইনটি অন্যান্য বিষয়ের সঙ্গে সঙ্গে ২ মাসের মধ্যে ধর্ষণের মামলার তদন্ত, চার্জশিট দাখিল এবং ২ মাসের মধ্যে বিচার সম্পন্ন করার নির্দেশ দেয়।” কড়া আইন তৈরী হচ্ছে, কিন্তু সমস্যার কোনো সুরাহা হচ্ছে না। লিখিত জবাবের সঙ্গে মন্ত্রী ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) পরিসংখ্যানও জুড়ে দিয়েছেন। তাতেই পরিষ্কার দেশে নারী ও শিশু সুরক্ষার করুণ চিত্রটা।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে নারী নির্যাতনের নথিবদ্ধ ঘটনার সংখ্যা দেওয়া হয়েছে মন্ত্রীর সংযোজনে। ২০১৮ সালে দেশে নারী নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছিলো ৩৭৮২৩৬ টি। যৌন অপরাধ সংক্রান্ত আইন আরও কঠোর করার পরের বছর অর্থাৎ ২০১৯-এ নথিভুক্ত ঘটনার সংখ্যা পৌঁছে গেলো ৪০৫৩২৬-এ। ২০২২ সালে নথিভুক্ত ঘটনার সংখ্যা ৪৪৫২৫৬ টি। এতো গেলো নারী নির্যাতনের ঘটনা।অভিষেক বন্দোপাধ্যায় এবং আরো দুই সাংসদ জানতে চেয়েছিলেন শিশু নির্যাতনের হাল হকিকত। স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রীর পেশ করা এনসিআরবি পরিসংখ্যান অনুযায়ী ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে একমাত্র ২০২০ সাল ছাড়া প্রতিবছর শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে। শিশু নির্যাতনের ক্ষেত্রে ২০১৮ সালে ১৪১৭৬৪ টি ঘটনা নথিভুক্ত হয়েছিল। ২০২২ সালে ঐ সংখ্যাটা পৌঁছে যায় ১৬২৪৪৯-এ। এনসিআরবি-র পরিসংখ্যান অনুযায়ী, দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী ও শিশু নির্যাতনের মামলায় চার্জশিট দেওয়ার ক্ষেত্রে প্রচন্ড অনীহা আছে। যেমন মুখ্যমন্ত্রী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। ২০২২ সালে ঐ রাজ্যে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৬৫৭৪৩ টি, আর চার্জশিট দাখিল ৫০৬১৬ টি মামলায়। শিশু নির্যাতনের ক্ষেত্রেও, একই সময়ে ১৮৬৮২ টি ঘটনা নথিভুক্ত হয়েছে, চার্জশিট হয়েছে ১৩০৪৭ টি মামলায়।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...