Saturday, November 15, 2025

ইন্দ্রানী সেনের মিউজিক অ্যালবাম “তুমি রবে নীরবে” প্রকাশ

Date:

Share post:

কবি গুরুর গানে ইন্দ্রানী সেনের কণ্ঠে “তুমি রবে নীরবে” সগৌরবে মুক্তি পেল।মিউজিক অ্যালবামে দেখা যাবে ইন্দ্রাণী সেন ও দেবযানী ঘোষ । মুক্তি পেল ডিজিম্যাক্স ক্রিয়েশন এর নতুন মিউজিক ভিডিও এ্যালবাম “তুমি রবে নীরবে” l

ডিজিম্যাক্স ক্রিয়েশন এর কর্ণধার চিত্র পরিচালক ও প্রযোজক অরুনিমা দে এর কথায় তাঁর নিজের প্রোডাকশন এর সাথে পথ চলা শুরু ২০১৪ সাল থেকে । নিজের প্রোডাকশন হাউজ এর তত্তবধানে মুক্তি প্রাপ্ত প্রজেক্টের এর সংখ্যাটা নেহাত কম নয় । উল্লেখ্য ২০২০ তে মুক্তি পেয়েছিল ফিচার ফিল্ম ” তুমি ও তুমি ” , যা দর্শকদের মনের মনি কোঠায় ঠাই পেয়ে আছে আজও । ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চ্যাটার্জী , লিলি চক্রবর্তী সহ অন্যান্যরা। সঙ্গীতে কুমার শানু সহ ছিলেন আরো অনেক গুণী শিল্পীরা । ছবি পরিচালনা থেকে শুরু করে ছবিটির সম্পূর্ণ কাজটি নিজ হাতে সেরে ছিলেন অরুনিমা দে নিজেই । এছাড়াও ডিজিমাক্স ক্রিয়েশন থেকে মুক্তি পেয়েছে বেশ কিছু উচ্চ প্রশংসিত ছোট ছবি ও মিউজিক ভিডিও এ্যালবাম । তাদের নতুন সংযোজন ‘ A Cup Of Cha with Arunima ‘ Talk show বর্তমানে পৌঁছে গেছে সকলের ঘরে ঘরে ।

কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো , তাই বছরের শেষ টা খুব ভালো ভাবে শেষ করার জন্য অরুনিমা দের উদ্যোগে আজ মুক্তি পেল নতুন আরো একটি মিউজিক ভিডিও এ্যালবাম তুমি রবে নীরবে । যিনি এই গানটি গেয়েছেন তার সম্পর্কে নতুন করে আর কিছু বলার কিছুই নেই, তিনি হলেন আপামোর বাঙ্গালীর প্রিয় সংগীত শিল্পী ‘ ইন্দ্রানী সেন ‘ । ইন্দ্রাণীদিও জানিয়েছেন তাঁর ডিজিমাক্স এর সাথে কাজের অভিজ্ঞতা খুবই ভালো । অনেক বছর পর আবার নতুন আঙ্গিকে গানটি রেকর্ড করতে পেরে শিল্পী নিজেও খুব খুশি । গানটি নতুন আঙ্গিকে সঙ্গীতায়জন করেছেন সংগীত পরিচালক সুজিত সাহা , সাথে তাঁকে সহগোগিতা করেছেন – গিটারে অনিন্দ্য দত্ত, বেহালায় অঙ্কিত অধিকারী, তবলা ও পারকারসানে শুভজিৎ দাস ।

উল্লেখ্য গানটির চিত্রায়নে দেখা যাবে আইনজীবি দেবযানী ঘোষ কে । যত্ন সহকারে গানটির ভিডিও পরিচালনা করেছেন অরুনিমা দের সাথে DOP প্রসেনজিৎ মন্ডল ।আশা করা যায় নতুন করে আরো একবার সকল বাঙ্গালির মন ছুঁয়ে যাবে “তুমি রবে নীরবে”। চোখ রাখুন ডিজিমাক্স ক্রিয়েশন এর ইউটিউব চ্যানেলে।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...