Friday, May 16, 2025

নারী নির্যাতনে শীর্ষে যোগীর রাজ্য উত্তরপ্রদেশ, বলছে কেন্দ্রের রিপোর্ট

Date:

Share post:

উন্নয়ন ও সুশাসনের ডাক পেটানো উত্তরপ্রদেশের ভয়াবহ ছবিটা প্রকাশ্যে চলে এলো আরও একবার। বিজেপি শাসিত রাজ্যগুলিতে আইনশৃঙ্খলার ঠিক কতখানি তলানিতে এসে ঠেকেছে তা স্পষ্ট করল খোদ মোদি সরকারের রিপোর্ট। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রকাশিত রিপোর্টে দেখা গেল, নারী নির্যাতনের দেশের মধ্যে শীর্ষে যোগীর রাজ্য উত্তরপ্রদেশ। শুধু তাই নয়, শিশু নিগ্রহে দেশের মধ্যে শীর্ষে উঠে এসেছে শিবসেনা (শিন্ডে)-বিজেপি জোট শাসিত রাজ্য মহারাষ্ট্র।

মঙ্গলবার লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় ও অন্য দুই সাংসদের প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় কুমার মিশ্র এক লম্বা ফিরিস্তি দিয়ে জানিয়েছেন, ২০১৮ সালে দেশে নারী নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছিলো ৩৭৮২৩৬ টি। যৌন অপরাধ সংক্রান্ত আইন আরও কঠোর করার পরের বছর অর্থাৎ ২০১৯-এ নথিভুক্ত ঘটনার সংখ্যা পৌঁছে গেলো ৪০৫৩২৬-এ। ২০২২ সালে নথিভুক্ত ঘটনার সংখ্যা ৪৪৫২৫৬ টি। এতো গেলো নারী নির্যাতনের ঘটনা।অভিষেক বন্দোপাধ্যায় এবং আরো দুই সাংসদ জানতে চেয়েছিলেন শিশু নির্যাতনের হাল হকিকত। স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রীর পেশ করা এনসিআরবি পরিসংখ্যান অনুযায়ী ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে একমাত্র ২০২০ সাল ছাড়া প্রতিবছর শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে। শিশু নির্যাতনের ক্ষেত্রে ২০১৮ সালে ১৪১৭৬৪ টি ঘটনা নথিভুক্ত হয়েছিল। ২০২২ সালে ঐ সংখ্যাটা পৌঁছে যায় ১৬২৪৪৯-এ। শুধু তাই নয় শাহের মন্ত্রক জানিয়েছে, ২০২২ সালে দেশে মোট নারী নিগ্রহের ১৫ শতাংশের বেশি ঘটনা ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। অন্যদিকে শিশু নিগ্রহের ক্ষেত্রে শীর্ষে উঠে এসেছে শিবসেনা (শিন্ডে)-বিজেপি জোট শাসিত রাজ্য মহারাষ্ট্র। মোট নিগ্রহের প্রায় ১৪ শতাংশই ঘটেছে আরব সাগরের পার্শ্ববর্তী রাজ্যে। দ্বিতীয় স্থানে আরেক গেরুয়া রাজ্য মধ্যপ্রদেশ। তাদের ‘অবদান’ প্রায় সাড়ে ১৩ শতাংশ। নারী নিগ্রহে আবার দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র (প্রায় ১১ শতাংশ)।

শুধু তাই নয়, এনসিআরবি-র পরিসংখ্যান অনুযায়ী, দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী ও শিশু নির্যাতনের মামলায় চার্জশিট দেওয়ার ক্ষেত্রে প্রচন্ড অনীহা আছে। যেমন মুখ্যমন্ত্রী আদিত্যনাথের উত্তরপ্রদেশে ২০২২ সালে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৬৫৭৪৩ টি, আর চার্জশিট দাখিল ৫০৬১৬ টি মামলায়। শিশু নির্যাতনের ক্ষেত্রেও, একই সময়ে ১৮৬৮২ টি ঘটনা নথিভুক্ত হয়েছে, চার্জশিট হয়েছে ১৩০৪৭ টি মামলায়।

spot_img

Related articles

বায়ু দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য কাজ: তিলোত্তমাকে সেরার শিরোপা কেন্দ্রের, কলকাতাবাসীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

ফের সেরার শিরোপা তিলোত্তমার মাথায়। বায়ু দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য কাজ করে কেন্দ্রীয়  সরকারের কাছ থেকে পুরস্কার ছিনিয়ে আনল...

পাক-মুখোশ খুলতে একজোট সব দল: একাধিক দেশে প্রচারে যাবেন সাংসদরা

পহেলগাম হামলার (Pahalgam attack) পরে গোটা বিশ্ব থেকে সন্ত্রাসবাদের নিন্দা করা হয়েছে। কিন্তু কোথাও ভারতের পাশে দাঁড়ানোর বার্তা...

বিজেপি জমানায় বেকারত্ব বাড়ল ৫ শতাংশ! প্রকাশ্যে ভাঁওতাবাজি

বিজেপি জমানায় বেকারত্ব কমার লক্ষণ নেই। মোদি সরকারের দেওয়া সমস্ত প্রতিশ্রুতিই যে ভাঁওতা, তা ফের একবার প্রমাণ হল...

তৃণমূলে সাংগঠনিক পদে বড় রদবদল! নয়া তালিকা প্রকাশ

২০২৬-এর নির্বাচনের আগেই তৃণমূলের (TMC) সাংগঠনিক পদে বড়সড় রদবদল। বেশ কয়েকটি জায়গায় জেলা সভাপতিকে সরিয়ে কোর কমিটি গঠন...