Monday, August 25, 2025

গোটা ম‍্যাচে ৭টি লালকার্ড, মুম্বইয়ের কাছে হারের পর কী বললেন বাগান কোচ জুয়ান ফেরান্দো?

Date:

গতকাল আইএসএল-এর ম‍্যাচে মুম্বই সিটি এফসির কাছে ১-২ গোলে হারে মোহনবাগান সুপার জায়েন্ট। তবে এই ম‍্যাচ শিরোনামে উঠে আসে একাধিক কার্ডের কারণে। গোটা ম‍্যাচ জুড়ে মোট ৭ লালকার্ড দেখিয়েছেন রেফারি রাহুল গুপ্ত। যা নিয়ে আলোচনা তুঙ্গে। ম্যাচে মুম্বই সিটি এফসি-র চারজন ও মোহনবাগানের তিনজন ফুটবলার লাল কার্ড দেখেন। ম‍্যাচে একাধিক লালকার্ড যা নিয়ে ক্ষুব্ধ বাগান কোচ।

এই নিয়ে ম‍্যাচ শেষে জুয়ান বলেন,” এই নিয়ে কিছু বলতে চাই না, সবাই দেখেছেন কী হয়েছে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল আমরা ন’জনে খেলে লড়াই করেছি। বেশ কয়েকটি সুযোগও পেয়েছিলাম। আমার কাছে এটাই সবচেয়ে ইতিবাচক ব্যাপার।”

শনিবার পরবর্তী খেলা বাগানের। সামনে এফসি গোয়া। এই কার্ড সমস্যায় গোয়া ম‍্যাচে তিন নির্ভরযোগ্য খেলোয়াড়কে পাবেন না জুয়ান ফেরান্দো। রক্ষণের দুই প্রথম দলের নির্ভরযোগ্য খেলোয়াড় আশিস রাই ও হেক্টর ইউস্তে এবং লিস্টন কোলাসোকে পাবে বাগান ব্রিগেড। যদিও এই নিয়ে ভাবতে নারাজ জুয়ান। তিনি বলেন,”সমাধানও বার করতে হবে। যাদের হাতে পাব, তাদের নিয়েই দল নামাতে হবে। চোট, কার্ড সমস্যা নিয়ে কান্নাকাটি করার পক্ষপাতী আমি নই। এখন আমার কাজ পরের ম্যাচের জন্য দলকে প্রস্তুত করা। আমি জানি শনিবারের ম্যাচের জন্য কাদের পেতে পারি। সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করে ঘরের মাঠে খেলতে নামব। এখন আমাদের হাতে বেশি সময় নেই। যতটুকু সময় রয়েছে, ততটুকু সময়ের মধ্যে পরিকল্পনা তৈরি করে তা কার্যকর করার জন্য মাঠে নামতে হবে এবং এফসি গোয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতেও হবে।”

 

চলতি লিগে এই প্রথম হারের মুখ দেখল মোহনবাগান। দলের পারফরম্যান্স নিয়ে বাগান কোচ বলেন,” আমরা অনেক সুযোগ তৈরি করেছি। গোল পাওয়ার পরে আমাদের দুজন খেলোয়াড় হলুদ কার্ড দেখায় আমাদের পরিস্থিতি কঠিন হয়ে যায়। আমরা সেরা পারফরম্যান্স দেখাতে পারিনি। কারণ, মনবীর, দিমি, হুগো চোট সারিয়ে মাঠে ফিরেছিল আজ। এমনিতেই আমাদের কাছে ম্যাচটা কঠিন ছিল। তার ওপর ট্রানজিশনের একটা ভুলেই আমরা প্রথম গোলটা খেয়ে যাই। দ্বিতীয়ার্ধে আরও একটা। ন’জন খেলোয়াড় নিয়ে খেললে তো পরিস্থিতি কঠিন হবেই।”

Related articles

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...
Exit mobile version