Wednesday, August 20, 2025

লোকসভা হানাদার: ব্যর্থ দিল্লি পুলিশকে সরিয়ে সংসদের নিরাপত্তায় এবার CISF

Date:

সংসদের নিরাপত্তা ভেঙে হানাদারদের আক্রমণে অবশেষে টনক নড়ল সরকারের। দায়িত্বজ্ঞানহীন দিল্লি পুলিশকে সরিয়ে এবার সংসদের নিরাপত্তায় CISF বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রক। জানা যাচ্ছে, চলতি সপ্তাহেই সংসদের নিরাপত্তার সমস্ত দিক খতিয়ে দেখবেন সিআইএসএফ আধিকারিকরা। এরপর এই ভবনের নিরাপত্তা থেকে দিল্লি পুলিশকে পুরোপুরি সরিয়ে দিয়ে মোতায়েন করা হবে সিআইএসএফ জওয়ানদের।

উল্লেখ্য, সংসদের নিরাপত্তা বেষ্টনী ভেঙে গত ১৩ ডিসেম্বর নতুন সংসদ ভবনের ভিতরে স্মোক বম্ব নিয়ে হামলা চালায় দুই যুবক। দর্শকাসন থেকে ঝাঁপ দেয় মনোরঞ্জন ডি ও সাগর শর্মা নামে দুই যুবক। সেই মুহূর্তে সংসদের ভেতরেও দেখা যায়নি কোনও নিরাপত্তারক্ষীকে। সংসদের বাইরে থেকে আরও দুইজনকে আটক করা হয়। এখনও অবধি মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ভবনের নিরাপত্তা নিয়ে। সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল।

এদিকে সংসদ ভবনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করায় মাত্র ৪ দিনে ১৪৩ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। সব মিলিয়ে এই ইস্যুতে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। এহেন অবস্থার মাঝে এবার ব্যর্থ দিল্লি পুলিশকে সরিয়ে সংসদের নিরাপত্তায় বহাল করা হচ্ছে সিআইএসএফকে। প্রসঙ্গত, বর্তমানে সরকারি মন্ত্রকের পাশাপাশি, বিমান বন্দর, দিল্লি মেট্রোর নিরাপত্তায় বহাল রয়েছে এই কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী CISF।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version