Thursday, August 28, 2025

বড়দিনের বিশেষ উপহার, গড়চুমুক চিড়িয়াখানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Date:

হাওড়াবাসীদের বড়দিনের উপহার দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার অ্যালেন পার্কের অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি নয়া চিড়িয়াখানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়দিনের আগে রাজ্যে আরও একটি চিড়িয়াখানা চালু হল। হাওড়ার গড়চুমুকে এই চিড়িয়াখানার উদ্বোধন হল। মুখ্যমন্ত্রী এদিন জানান, “এর ফলে রাজ্যে চিড়িয়াখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ১২টি।”

আগামী বৃহস্পতিবার থেকে গড়চুমুক মিনি জু খুলছে জনগণের জন্য। প্রায় দু’বছর ধরে সংস্কারের কাজের জন্য বন্ধ ছিল এই চিড়িয়াখানা। মিনি জু’কে মিডিয়াম জু’তে পরিণত করা হয়েছে। এই মিনি চিড়িয়াখানায় পর্যটকরা বিভিন্ন ধরনের পশু পাখি ছাড়া ও দেখতে পাবেন নীল গাই। এছাড়া প্রচুর হরিণ তো রয়েছেই। রয়েছে সজারু, কুমীর ইত্যাদি।গড়চুমুক মিনি জু’র পশু পাখিদের এখন থেকে যে কেউ দত্তক নিতে পারবেন।

এদিন বড়দিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানান, ‘দেশের মধ্যে এই মুহূর্তে সেরা চিড়িয়াখানা দার্জিলিং। আমরা বণ্যপ্রাণে আরও জোর দিতে চাইছি। তাই হাওড়ায় এই চিড়িয়াখানার উদ্বোধন করা হল।’ ইতিমধ্যেই সেখানে কুমির, অজগর, কাঁকর হরিণ, বাঘরোল, ইগুয়ানা, বার্কিং বিয়ার, ও আরো অনেক প্রজাতির বন্যপ্রাণী নিয়ে আসা হয়েছে। তিনি আরও বলেন, ‘বড়দিনের উৎসব উপলক্ষে ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পার্ক স্ট্রিট এলাকাকে আলোয় সাজিয়ে তোলা হয়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, চন্দনগর, ব্যান্ডেল, হাওড়া, ঝাড়গ্রামকে সাজিয়ে তোলা হচ্ছে। উৎসবের মরশুমে সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।’

শীতকাল মানেই পিকনিকের মরশুম। আর এই আবহে চিড়িয়াখানা চালু হওয়ায় এখানে পর্যটকদের ভিড় আরো অনেকটাই বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন- ‘পথের বাঁকে এসে’: বই প্রকাশে কুণালের লড়াইকে কুর্নিশ মন্ত্রী-সাহিত্যিক-সাংবাদিকদের

Related articles

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...
Exit mobile version