Saturday, January 10, 2026

বেগতিক বুঝে আইনজীবীদের কাছে দুঃখপ্রকাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের! উঠল বয়কট

Date:

Share post:

সল্টলেকের বাড়িতে থাকলেও মঙ্গলবার থেকে টানা দু’দিন এজলাসে আসেননি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবশেষে বৃহস্পতিবার এজলাসে বসলেন বিচারপতি। তবে মাত্র ২৪ মিনিটের জন্য ছিলেন তিনি। তারপর বেরিয়ে যান। কারণ, আইনজীবীদের একটি বড় অংশ মামলা লড়তে আসেননি তাঁর এজলাসে। কার্যত তাঁকে বয়কটের সিদ্ধান্তে অনড় ছিল বার অ্যাসোসিয়েশন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টা বেজে ৩৩ মিনিটে ১৭ নম্বর কোর্টে নিজের এজলাসে আসেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রতিদিনই বেশকিছু গুরুত্বপূর্ণ মামলা তাঁর বেঞ্চে হয় বলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস সাধারণত ভিড়ে ঠাসা থাকে। কিন্তু এদিন দেখা যায় অন্য ছবি। বৃহস্পতিবার আইনজীবীদের একাংশ ছিলেন অনুপস্থিত। তাই ভিড় ছিল অনেকটাই কম। তালিকা অনুযায়ী, প্রায় ১১টি মামলা শুনানির জন্য ডাকা হয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। তবে বেশিরভাগ মামলার আইনজীবী তাঁর এজলাস বয়কট করার অনেক মামলার শুনানি হয়নি। অস্বস্তিতে পড়ে বেলা ১১টা বেজে ৫৭ মিনিটে এজলাস ছেড়ে উঠে চলে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এই ২৪ মিনিটে মোট ৫টি মামলার শুনানি হয়। এর মধ্যে দু’টি মামলায় সওয়াল করেন আইনজীবী। বাকি তিনটি মামলায় মামলাকারী নিজেই বিচারপতির কাছে সওয়াল করেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, বৃহস্পতি এবং শুক্রবার যদি নির্দিষ্ট মামলাগুলির দু’পক্ষের আইনজীবী উপস্থিত না থাকেন, তবে এক পক্ষের সওয়াল শুনে তিনি কোনও নির্দেশ দেবেন না। তবে এজলাস ছেড়ে যাওয়ার সময় বিচারপতি জানিয়ে যান, তিনি বার অ্যাসোসিয়েশনে গিয়ে বিক্ষুব্ধ আইনজীবীদের সঙ্গে কথা বলবেন। যাতে আদালতের কাজ সচল রাখা যায়।

এরপর তিনি দুপুর দেড়টা নাগাদ হাইকোর্টের ২ নম্বর বারে যান। সেখানে আইনজীবীদের এজলাস বয়কট তুলে নেওয়ার আর্জি জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মাইক হাতে তুলে দুঃখপ্রকাশ করে তিনি বলেন, কাজের জায়গায় ভুল বোঝাবুঝি হতেই পারে। সকলকে কাজে ফেরার অনুরোধ জানান। যে আইনজীবীকে তিনি হেনস্থা করেছিলেন, সেই প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেন বিচারপতি। এরপরই বরফ গলে। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক জানান, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের ভুল বুঝতে পেরে আইনজীবীদের কাছে সশরীরে এসেছিলেন। দুঃখপ্রকাশও করেছেন। তাঁর অনুরোধ মেনে নিয়ে বয়কট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

spot_img

Related articles

চম্পাহাটিতে বৈধ বাজি কারখানায় বিস্ফোরণ: তুবড়ি বানাতে গিয়ে আহত ৪

ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা চম্পাহাটিতে। সরকারি লাইসেন্সধারী কারখানায় বাজির মশলায় সমস্যার জেরে বিস্ফোরণ বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।...

সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি: আগেই ক্য়াভিয়েট দাখিল রাজ্যের

আদালতের নির্দেশ না-পসন্দ। তাই কলকাতা হাই কোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই পরিস্থিতিতে...

বন্ধ হিন্দমোটর কারখানার পরিত্যক্ত আবাসনে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

হুগলির উত্তরপাড়ায় বন্ধ কারখানায় ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরী তার বন্ধুর সঙ্গে বন্ধ...

সামান্য কমল পারদ, রাজ্যে জারি শীতের স্পেল!

শনিবার সকালে ভরপুর শীতের (Winter) আমেজ। হাওয়া অফিস (Weather Department) বলছে শুক্রবার কলকাতার তাপমাত্রা বাড়লেও এদিন ফের নিম্নমুখী...