Wednesday, August 20, 2025

লোকসভায় পাশ ৩ ফৌজদারী বিল! তী.ব্র প্র.তিবাদ জানিয়ে সুপ্রিম দ্বারস্থ হওয়ার ভাবনা বিরোধীদের

Date:

লোকসভা (Loksabha) ও রাজ্যসভার (Rajyasabha) ১৪৩ বিরোধী সাংসদ সাসপেন্ডেড (Suspended)। আর বিরোধী সাংসদদের অনুপস্থিতির সুযোগ নিয়েই লোকসভায় বুধবার পাশ হয়েছে ফৌজদারী সংক্রান্ত তিনটি বিল (Criminal Code Bills)। ভারতীয় দণ্ডবিধিতে আমূল পরিবর্তন করেই ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য সংহিতা আনা হয়েছে কেন্দ্রের তরফে। আর কার্যত বিরোধীশূন্য লোকসভায় এই বিল পাশ হয়ে যাওয়ায় বেজায় চটলেন বিরোধীরা। জানা যাচ্ছে, এবার নতুন ফৌজদারী আইন সংক্রান্ত বিলগুলিকে চ্যালেঞ্জ করে বিরোধীরা সুপ্রিম কোর্টের (Supreme Court of India) দ্বারস্থ হতে পারেন।

উল্লেখ্য, লোকসভায় ধ্বনি ভোটে ফৌজদারী সংক্রান্ত তিন বিল পাশ হতেই বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র সদস্যরা এই খসড়া আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তাভাবনা শুরু করেছে। রাজ্যসভাতেও এই বিল পাশ হয়ে গেলে, বিরোধীরা তিন বিলের ত্রুটি খুঁজে বের করে শীর্ষ আদালতের দ্বারস্থ হবে। রাজ্যসভার কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি বিরোধীদের হয়ে সুপ্রিম কোর্টে এই মামলা লড়তে পারেন। এদিকে বুধবার অধিবেশন শেষে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বৈঠকে বসেন বিরোধী নেতারা। সেখানেই তাঁরা ফৌজদারী সংক্রান্ত তিন বিলকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা নিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, আমরা বিলগুলি নিয়ে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে প্রস্তাবিত আইনে যে ভুল-ত্রুটিগুলি রয়েছে, তা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হবে।

 

 

 

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version