কতদিন রাজ্যে জাঁকিয়ে শীত? বড় আপডেট হাওয়া অফিসের

শীতের (Winter) রাস্তা আটকে দাঁড়াবে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প। যার জেরে বড়দিনে কলকাতার (Kolkata) পারদ পৌঁছতে পারে ১৭ ডিগ্রিতে। ১৪-১৫ ডিগ্রিতে পৌঁছতে পারে জেলার তাপমাত্রা (Temperature)। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি। এই তাপমাত্রা দ্রুত স্বাভাবিকের উপরে উঠবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

নিম্নচাপ আর ঘূর্ণিঝড়ের রেশ কাটিয়ে ডিসেম্বরের মাঝামাঝি সময় শীতের আমেজ পেতে শুরু করেছিল বঙ্গবাসী। নভেম্বর মাসে ঠান্ডার মজা না পেলেও ডিসেম্বরে ঠান্ডার আমেজ পেতে শুরু করেছিল বঙ্গবাসী। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হল না। আবার উষ্ণতা বাড়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস।

অন্যদিকে, পাহাড়ে ফের তুষারপাতের পূর্বাভাস আলিপুরের। হাওয়া অফিস জানিয়েছে, ফের বরফ পড়তে পারে দার্জিলিং, সিকিমের উঁচু অংশে। নতুন করে বরফ সাদা হতে পারে সন্দাকফু-ফালুট, উত্তর ও পূর্ব সিকিম।

 

 

 

Previous articleGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে
Next articleBreakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস