Monday, August 25, 2025

কেন রেকর্ড অর্থ খরচ করে দলে নেওয়া হলো স্টার্ককে? মুখ খুললেন গম্ভীর

Date:

সদ‍্য শেষ হয়েছে ২০২৪ আইপিএল। আইপিএলের ইতিহাসে অতীতের সব রেকর্ড ভেঙে অস্ট্রেলীয় ফাস্ট বোলার মিচেল স্টার্ককে বুধবারের নিলামে ২৪.৭৫ কোটিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীরের নেতৃত্বে কেকেআর ম্যানেজমেন্ট স্টার্ককে কেন এত টাকা দিয়ে দলে নিয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। আর এই নিয়ে এবার মুখ খুললেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। দুবাইয়ের নিলামের পর স্টার্ক নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিলেন নাইটদের মেন্টর। জানিয়ে দিলেন, স্টার্ক সবসময় এক্স ফ্যাক্টর।

এই নিয়ে নিলামের সম্প্রচারকারী সংস্থাকে গম্ভীর বলেন, “স্টার্ক একজন এক্স ফ্যাক্টর। এই ব্যাপারে কোনও সন্দেহ থাকতে পারে না। এমন একজন লোক যে নতুন বলে বোলিং করবে, ডেথ ওভারে বল করবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ ও এমন একজন বোলার যে বোলিং আক্রমণে নেতৃত্ব দেবে।”

এরপর গম্ভীর আরও বলেন, “ঘরোয়া ক্রিকেট খেলা দুই বোলারকে আমরা নিয়েছি। ওরা খুবই প্রতিভাবান। ওদের জন্য এমন একজনকে দরকার যে মাঝের ওভার গুলোতে ওদের সাহায্য করতে পারবে এবং গাইড করবে। স্টার্ক হল সেই লোক। একটা দলের বোলিং আক্রমণের মুখ অস্ট্রেলীয় পেসার। আমাদের দলের তরুণরা ওকে পাশে পেয়ে উপকৃত হবে। কাউকে না কাউকে ওর জন্য খরচ করতে হত। আমরা সেটা করেছি।”

এদিকে সমালোচকদের উড়িয়ে দিয়ে গম্ভীর জানিয়ে দেন, নাইটদের বোলিং বিভাগে যথেষ্ট গভীরতা রয়েছে। তিনি বলেন,”দলে অনেক বিকল্প রয়েছে। মুজিব উর রহমান, গাস অ্যাটকিনসন , সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং মিচেল স্টার্ক রয়েছে। ওদের পাশে দুই ভারতীয় সিমার হর্ষিত রানা, চেতন সাকারিয়ার সঙ্গে থাকছে স্পিনার সুয়শ শর্মা।”

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version