Saturday, August 23, 2025

আচমকাই অকেজো ইলন মাস্কের (Elon Mask) এক্স হ্যান্ডেল। খুললেই সামনে ভেসে উঠছে শুধুই সাদা পেজ। বৃহস্পতিবার সকালে এমনই অভিযোগ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এক্স হ্যান্ডেল (X Handle) ব্যবহারকারীদের। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা নিজেদের অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তবে কোনও নির্দিষ্ট অঞ্চল বা দেশে নয়, সমগ্র বিশ্বেই বিক্ষিপ্তভাবে চরম সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা।

এদিন সকালে ব্যবহারকারীরা জানান, প্ল্যাটফর্ম পুরো লোড হচ্ছে না, অ্যাপে লগইনও করা যাচ্ছে না। এমনকি ওয়েবসাইটই কলা যাচ্ছে না বলে অনেকে অভিযোগ করেছেন। এক্স হ্যান্ডেল খুললেই দেখা যাচ্ছিল ‘Something Went Wrong’, ‘Try Reloading’ মেসেজ। যদিও এখনও পর্যন্ত ইলন মাস্কের মালিকানাধীন সংস্থাটির তরফে এই নিয়ে কিছু জানানো হয়নি। তবে এর মধ্যেই বেলা গড়ানোর পর পরিষেবা অনেকটা স্বাভাবিক হয়েছে বলে দাবি করেছেন অনেকেই। পরিষেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ যাঁরা তুলেছেন, তাঁদের বক্তব্য, সকালে নিজেদের এক্স হ্যান্ডল খোলার পরেই তাঁরা দেখেন যে, একটি সাদা পাতা খুলে যাচ্ছে। সঙ্গে একটি বার্তা ভেসে উঠছে স্ক্রিনে— আপনাকে এক্স-এ স্বাগত। কিন্তু নিজেদের করা টুইট বা অন্যদের করা পোস্ট দেখতে গিয়ে তাঁরা দেখেন যে, সেখানে লেখা আসছে, পোস্টের জন্য অপেক্ষা করুন।

তবে ইলন মাস্ক টুইটার কেনার পর এই নিয়ে একাধিকবার বিশ্বব্যাপী সার্ভার ডাউন সমস্যায় পড়লেন ইউজাররা। গত সেপ্টেম্বর মাসেই বিশ্বব্যাপী টুইটারের সার্ভার ডাউন হয়ে গিয়েছিল।

 

 

 

Related articles

স্কুলে ঢুকে হুমকি! ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও শ্রমিক নেতার অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম মালদহ

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে ঢুকে হুমকির অভিযোগে কাঠগড়ায় তৃণমূলের (TMC) শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি। অভিযোগ,...

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...
Exit mobile version