চাকরি প্রার্থীদের জন্য সুখবর।নতুন বছরে জানুয়ারি মাসের শেষের দিকে শিক্ষক নিয়োগে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা নিতে চলেছে। সব ঠিকঠাক থাকলে জানুয়ারির শেষেই হতে পারে পরীক্ষা। ইতিমধ্যে আবেদন গ্রহন করেছে কমিশন। কিছু জটিলতার কারণে পরীক্ষা আটকে ছিল, তবে এবার সচেষ্ট কমিশন।
জানা গিয়েছে, ১৭২৯ শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। সেই পদগুলোতে আবেদন জমা পড়েছে ২ লক্ষ ৩৪ হাজার। তবে এখনও পর্যন্ত অফিশিয়ালি পরীক্ষা সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। কবে পরীক্ষা সে নিয়েও মুখ খোলেনি কমিশন। ফলে পরীক্ষার দিনক্ষণ নিয়ে প্রশ্ন তুলছেন প্রার্থীরা।