বঙ্গোপসাগরে ঘূর্ণা.বর্ত, বড়দিনের আগেই বাড়ল উষ্ণতা!

কলকাতায় শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশী।

ক্রিসমাস উইকেন্ডে (Christmas Weekend) কিছুটা হলেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে চলেছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। শনিবার এবং রবিবার দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে। এ বছর বড়দিনের জাঁকিয়ে শীত উপভোগ করতে পারবেন না বঙ্গবাসী।

চলতি সপ্তাহে বেশ কয়েকবার পারদ পতন ডিসেম্বরের শীতের আমেজকে ধরে রেখেছিল। কিন্তু তাল কাটলো ঘূর্ণাবর্তের ঠেলায়। অতীতেও নিম্নচাপের জেরে বারবার শীত বাধা প্রাপ্ত হয়েছে, আর বছর শেষের শুরুর সপ্তাহেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি। আগামী দু থেকে তিন দিন পরিষ্কার আকাশ দেখার পরিবর্তে মেঘলা আকাশে চড়বে তাপমাত্রার পারদ। পূবালী হাওয়া দাপট বাড়বে, উত্তর-পশ্চিম হাওয়ার প্রবেশ বাধাপ্রাপ্ত হবে। কলকাতায় আজ তাপমাত্রা স্বাভাবিক। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশী।

Previous articleহাওড়া-শিয়ালদহ ডিভিশনে শনিবার বা.তিল ৬৫ লোকাল ট্রেন, দু.র্ভোগের আশ.ঙ্কায় নিত্যযাত্রীরা
Next articleবড়দিন-বর্ষবরণের আগে একরাতেই আড়াই হাজারেরও বেশি বাইকের বি.রুদ্ধে কে.স কলকাতা পুলিশের