Friday, August 29, 2025

শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগ কার্যত স্বীকার করে নিল এসএসসি। নবম থেকে দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি এই তিনটি পরীক্ষায় সাড়ে ৮ হাজার পদে বেনিয়ম হয়েছে। আদালতে হলফনামা দিয়ে জানাল এসএসসি। কী কী ভাবে দুর্নীতি হয়েছে, কতজন বেনিয়মে চাকরি পেয়েছেন তার বিস্তারিত আদালতে হলফনামা আকারে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে।

এসএসসির তরফে আদালতকে দেওয়া তথ্য অনুযায়ী, র‌্যাঙ্ক জাম্পের মাধ্যমে নিয়োগ পেয়েছেন বেশ কয়েকজন। অর্থাৎ নীচে নাম থাকা চাকরি প্রার্থীদের তালিকায় ওপরের দিকে নিয়ে গিয়ে চাকরি দেওয়া হয়েছে। নবম দশমে র‌্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন ১৮৩ জন। এর মধ্যে ১২২ জনের চাকরি গিয়েছে ইতিমধ্যেই। ৬১ জন এখনও বহাল তবিয়তে চাকরি করছেন। একাদশ-দ্বাদশে র‌্যাঙ্ক জাম্প করে ৩৯ জনের চাকরি হয়েছে। প্রত্যেকেই এখনও বহাল চাকরিতে। এর পাশাপাশি ওএমআর শিটে বহু বেনিয়মের ঘটনা ঘটেছে। ৯৫২ জনের চাকরি হয়েছে ওএমআর শিটে বেশি নম্বর পাইয়ে দিয়ে। এর মধ্যে ৮০৮ জনকে চাকরির সুপারিশ পত্র দিয়েছে কমিশন। একাদশ দ্বাদশে ওএমআর জালিয়াতির অভিযোগ ৯০৭ জনের বিরুদ্ধে। এর মধ্যে ৭৭১ জনকে চাকরির সুপারিশ পত্র দিয়েছে এসএসসি। গ্রুপ সি নিয়োগেও হয়েছে ওএমআর জালিয়াতি। ৩৪৮০ জনের চাকরির ক্ষেত্রে অভিযোগ উঠেছে, এর মধ্যে ৭৮৩ জনকে চাকরির সুপারিশ পত্র দিয়েছে এসএসসি। গ্রুপ ডি-তে ২৮২৩ জনের বিরুদ্ধে ওএমআর জালিয়াতির অভিযোগ উঠেছে।

এর পাশাপাশি সুপারিশপত্র ছাড়াই চাকরির ঘটনা ঘটেছে। প্রার্থী বাছাইয়ের পর এসএসসি সুপারিশপত্র দেয়, সেই মতো নিয়োগ করে মধ্যশিক্ষা পর্ষদ। হলফনামায় উল্লেখ আছে, গ্রুপ সি-তে ৫৭ জন এমন আছেন যাঁরা সুপারিশপত্র ছাড়াই চাকরি পেয়ে গিয়েছেন। গ্রুপ ডি-তে ১৭০ জন এইভাবে চাকরি পেয়েছেন। সব মিলিয়ে সাড়ে ৮ হাজারের বেশি চাকরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের বেনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version