Saturday, August 23, 2025

পরে ঢুকলেই পড়বে লাল কালির দাগ! শিক্ষকদের স্কুলে পৌঁছনোর সময়সীমা বেঁধে দিল পর্ষদ

Date:

নতুন শিক্ষাবর্ষে শিক্ষকদের (Teacher) জন্য আরও কড়া হচ্ছে নিয়ম (Rules)। এবার স্কুলে (School) প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম বেঁধে দেওয়া হল। জানা গিয়েছে, আগের থেকে আরও ১০ মিনিট আগে স্কুলে ঢুকতে হবে শিক্ষকদের। আর এর অন্যথা হলেই নামের পাশে পড়বে লাল কালির দাগ। শুক্রবার নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার প্রকাশ করে এ কথা স্পষ্ট জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। জুনিয়র হাইস্কুল, সেকেন্ডারি স্কুল (সরকার ও সরকার পোষিত)-সহ বোর্ডের আওতাধীন সমস্ত স্কুলের ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে।

উল্লেখ্য, প্রতি বছরের মতো শুক্রবারও নতুন শিক্ষা বর্ষের ক্যালেন্ডার প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে শিক্ষকদের স্কুলে প্রবেশের নতুন সময়ের কথা জানানো হয়েছে। এখন ১০টা ৫০ মিনিটে স্কুলে ঢুকতে হয় শিক্ষকদের। এরপর স্কুলে গেলে নামের পাশে লাল কালি পড়ে। কিন্তু নতুন নিয়মে ১০টা ৪০ মিনিটের পর স্কুলে ঢুকলেই ‘লেট’ হিসাবে গণ্য করা হবে এবং ১১টা ১৫ মিনিটের পর স্কুলে ঢুকলে দিনটিকে ছুটি হিসাবে ধরে নেওয়া হবে। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের তরফে আরও জানান হয়েছে, বিকেল সাড়ে ৪টে অবধি স্কুলে থাকতেই হবে শিক্ষক, শিক্ষাকর্মীদের। এছাড়া ক্লাসের ভিতর মোবাইল ফোনের ঘন ঘন ব্যবহার, ব্লু টুথ ডিভাইস ব্যবহার করা কোনওভাবেই চলবে না। তবে ‘টিচিং এইড’ হিসাবে যদি মোবাইল ফোন বা স্মার্ট ফোন ক্লাসে ব্যবহার করতে হয়, সে ক্ষেত্রে লিখিত অনুমতি নিতে হবে।

এছাড়া নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডারে আরও জানানো হয়েছে, শিক্ষকেরা কে কত ক্ষণ ক্লাস নিচ্ছেন, কটা ক্লাস নিচ্ছেন, নিজেরাই ডায়েরিতে লিখে রাখবেন। প্রধান শিক্ষকের নজরেও থাকবে বিষয়টি। পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষক সারা সপ্তাহের জন্য শিক্ষকদের যে রুটিন তৈরি করেন, তা এ বার থেকে মধ্যশিক্ষা পর্ষদকে পাঠাতে হবে। এছাড়া না জানিয়ে ছুটি নিতে পারবেন না শিক্ষকেরা।

 

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version