Monday, August 25, 2025

গণতন্ত্রকে বাঁচাতে যে কোনও মূল্য দিতে প্রস্তুত: দিল্লিতে বার্তা বিরোধীদের

Date:

সংসদে নজিরবিহীনভাবে ১৪৬ সাংসদের বহিষ্কারের ঘটনায় দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছে বিরোধী সাংসদ ও শীর্ষ নেতৃত্বরা। সেই মঞ্চ থেকেই শুক্রবার শাসকের বিরুদ্ধে সুর চড়ালেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। জানালেন, দেশের গণতন্ত্র রক্ষার্থে যে কোনও মূল্য দিতে আমরা প্রস্তুত। পাওয়ারের পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, ‘ইডি সিবিআইয়ের ভয়ে লড়াই থেকে পিছু হঠব না আমরা।’ এছাড়াও ওই মঞ্চ থেকে কড়া সুরে আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও।

এদিন যন্তর মন্তরের ধর্নামঞ্চ থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, “লোকসভা ভোট যত এগোবে কেন্দ্রের বিরোধী জোটের নেতা নেত্রীদের বিরুদ্ধে ইডি সিবিআই লেলিয়ে দেবে। কিন্তু ইডি সিবিআইয়ের ভয়ে আমরা চুপ করে বসে থাকব না। মোদি সরকারের স্বৈরাচারী ও একনায়নতন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা সঙ্ঘবদ্ধভাবে লড়াই চালাব।” খাড়গের পাশাপাশি শরদ পাওয়ার বলেন, সংসদের ভেতরেই গণতন্ত্র ভূ-লুণ্ঠিত। দেশের গণতন্ত্র রক্ষার্থে যে কোনও মূল্য দিতে আমরা প্রস্তুত।

এর পাশাপাশি ওই মঞ্চে বক্তব্য রাখতে উঠে গোদি মিডিয়াকে একহাত নেন রাহুল গান্ধী। তিনি বলেন, “সংসদে ২ জন ঢুকে পড়ল। রঙ বোমা ছুড়ল। হামলার সময়ে বিজেপি সাংসদরা পালিয়ে গেলেন। বুক চিতিয়ে লড়াই করলেন বিরোধী সাংসদরা। অথচ সংসদের ভেতর নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন তোলার অপরাধে বিরোধী সাংসদদের বের করে দেওয়া হল। আজ সংবাদমাধ্যম সংসদের নিরাপত্তা লঙ্ঘন নিয়ে কোনও প্রশ্ন তুলছে না। বিরোধী সাংসদদের সাসপেনসন নিয়ে একটা শব্দও খরচ করছে না। কেন রাহুল সংসদ চত্বরে ধর্নায় বসা সাংসদদের ভিডিও তুললেন তা নিয়ে শোরগোল ফেলে দিয়েছে।”

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version