Saturday, May 17, 2025

খারাপ রেফারি নিয়ে সরব ইস্টবেঙ্গল, ফেডারেশনকে চিঠি লাল-হলুদের

Date:

খারাপ রেফারিং নিয়ে এবার সরব হল ইস্টবেঙ্গল। গতকাল ঘরের মাঠে ওড়িশা এফসির কাছে দুটি নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় লাল-হলুদ। এমনকি অতীতেও বেঙ্গালুরু ম্যাচেও খারাপ রেফারিংয়ের শিকার হয়েছিল তারা। আর এই নিয়ে এবার সরব হলো ইস্টবেঙ্গল। খারাপ রেফারিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভিডিও ফুটেজ-সহ প্রমাণ এআইএফএফের কাছে জমা দিচ্ছে ইস্টবেঙ্গল।

এই নিয়ে ইস্টবেঙ্গলের সহকারী সাধারণ সম্পাদক রূপক সাহা জানিয়েছেন, গত কয়েক বছরে এআইএফএফ-কে এ ব্যাপারে বহু বার জানালেও কোনও সুরাহা হয়নি। শুক্রবারের ম্যাচে ইস্টবেঙ্গল তিনটি পেনাল্টি পায়নি দল। পাশাপাশি ওড়িশার এক ফুটবলারকে লাল কার্ড দেখানো উচিত ছিল সেটাও হয়নি। বেঙ্গালুরু ম্যাচে এই রেফারিই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভুল পেনাল্টি দিয়েছিলেন। অতীতে বার বার এআইএফএফ ইস্টবেঙ্গলের আবেদন প্রত্যাখ্যান করেছে। তবু শুক্রবারের ম্যাচের ভিডিও দেখিয়ে প্রতিবাদ করা হয়েছে।

এদিকে রেফারিং নিয় মুখ খুলেছেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। এই নিয়ে লাল-হলুদ কোচ বলেন,” আমরা তিন পয়েন্টের জন্যই মাঠে নেমেছিলাম। শেষ মিনিটেও আমরা ওদের বক্সে কোণঠাসা করে দিয়েছিলাম। ওরা আমাদের চেয়ে বেশি পরিবর্ত খেলোয়াড় নামিয়েছে। তা সত্ত্বেও আমাদের ছেলেরা যথেষ্ট পরিশ্রম করে ম্যাচটা ড্র রেখেছে। আমরা একাধিক সহজ সুযোগ পেয়েছিলাম। দুটো স্পষ্ট পেনাল্টিও পাওয়ার কথা আমাদের। আমরা তিন পয়েন্টের অনেক কাছাকাছি গিয়েও পারলাম না। এই তিন পয়েন্ট আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল।”

আরও পড়ুন:কঠোর হচ্ছে প্রতিবাদ, বজরং-এর পর এবার পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার কথা বললেন বীরেন্দ্র সিং যাদব

Related articles

মুম্বইয়ে সক্রিয় আইএস স্লিপার সেল! NIA-র হাতে গ্রেফতার ২

দেশের ভিতরেই সক্রিয় ছিল পাকিস্তানি জঙ্গিদের স্লিপার সেল (sleeper cell)। পহেলগাম হামলায় (Pahalgam attack) ২৬ জনের মৃত্যুর পরে...

বেকবাগানের কাছে বহুতলে অগ্নিকাণ্ড, দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

ফের মহানগরীতে অগ্নিকাণ্ড। শনিবার, দুপুর ৩টের কিছু পরে বেকবাগানের কাছে বহুতলে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যাওয়া একটি ফ্লোর...

কৃষ্ণসার হরিণহত্যা মামলায় সইফ-তাব্বুকে বেকসুর খালাস কেন, হাইকোর্টে রাজস্থান সরকার

সময়টা ভালো যাচ্ছে না বলিউড (Bollywood) তারকাদের। কখনও প্রাণনাশের হুমকি, কখনওবা নিজের বাড়িতে হামলায় আক্রান্ত হচ্ছেন টিনসেল টাউনের...

লক্ষ্য উন্নয়ন, গ্রামবাংলার সার্বিক রাস্তা নির্মাণে রেকর্ড রাজ্যের

বাংলার গ্রামীণ রাস্তা নির্মাণে নতুন রেকর্ড তৈরি করল রাজ্য সরকার। গ্রামীণ এলাকায় সার্বিক উন্নয়নের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...
Exit mobile version