Monday, December 22, 2025

হিন্দু সংস্কৃতির বিরোধী! বড়দিন, বর্ষবরণে ১৪৪ ধারা জারি যোগীরাজ্যে, কড়াকড়ি পানশালায়

Date:

Share post:

কট্টর হিন্দুত্বের চোখরাঙানি! বড়দিন, বর্ষবরণে উৎসব পালনের পথে কাঁটা বেছালেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে উৎসবের এই দিনগুলিতে জারি করা হল ১৪৪ ধারা। ২৪ ডিসেম্বর রবিবার থেকে এই নিয়ম জারি করছে লখনউ পুলিশ। চলবে ২ জানুয়ারি পর্যন্ত। পুলিশের তরফে জানানো হয়েছে, বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিয়ম না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে পুলিশের তরফে।

লখনউ পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আইনশৃঙ্খলার বিষয়টি মাথায় রেখে ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি, ১০ দিন লখনউতে ১৪৪ ধারা জারি করা হচ্ছে। ১৪৪ ধারা জারি থাকার কারণে শপিং মল, পানশালা, রেস্তরাঁ, হোটেল-সহ অন্য জায়গায় জমায়েতের উপরেও থাকছে বিধিনিষেধ। পুলিশ আরি জানিয়েছে, “কোনও জায়গায় যা ধারণ ক্ষমতা, তার থেকে বেশি মানুষ জনকে টিকিট বা প্রবেশ করতে দেওয়া যাবে না। সেই অনুষ্ঠান কোনও প্রেক্ষাগৃহের ভিতরে হোক বা বাইরে, নিয়ম একই। হোটেল, শপিং মল, পানশালা, রেস্তরাঁ, অন্য জায়গায় শব্দ নিয়ন্ত্রিত রাখতে হবে, যাতে অন্যের সমস্যা না হয়। সেই দায়িত্ব বর্তাবে সেখানকার মালিক এবং আয়োজকদের উপর। এই সব জায়গায় নোটিশ টাঙ্গিয়ে রাখতে হবে এবং তা পালন করতে হবে। নিয়ম না মানলে ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা লঙ্ঘনের শাস্তি মিলবে।”

উৎসবের দিনে যোগী সরকারের এমন কড়াকড়ি নিয়মে স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ সেখানকার সাধারণ মানুষের পাশাপাশি খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। কারণ এই কয়েকটা দিন তাঁদের কাছে উৎসব পালনের। সেখানে যোগী সরকারের এত কড়াকড়ি নিয়মকে উগ্র হিন্দুত্বের প্রতিচ্ছবি হিসেবে দেখছে সব মহল। এই ঘটনায় বিরোধীদের অভিযোগ, ক্ষমতায় আসার পর গোটা উত্তরপ্রদেশকে কট্টর হিন্দুত্বের বেড়ায় বেঁধে ফেলেছেন যোগী আদিত্যনাথ। তাই সংখ্যালঘুদের উপর বারে বারে নেমে আসছে কট্টর হিন্দুত্বের খাঁড়ার ঘা।

spot_img

Related articles

নির্বাচনী বন্ড বন্ধের পরও অনুদান বিতর্ক, সরকারি তথ্যে বিজেপির দখলে ৮২ শতাংশ 

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড ব্যবস্থা বন্ধ হওয়ার পরও রাজনৈতিক অনুদান ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। সরকারি...

বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা! প্রতিবাদে সরব তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে করে পাঠানো ৫৫টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে...

পোষ্য নিয়ে বিবাদ: ধাক্কাধাক্কিতে মৃত্যু প্রৌঢ়ের, গ্রেফতার ভাড়াটিয়া প্রৌঢ়

পোষ্য নিয়ে বিবাদ লেগেই থাকত। বাড়ির মালিকের পোষ্যের আদর বেশি না ভাড়াটিয়ার (tenant) পোষ্যের। সেই বিবাদে এবার প্রাণ...

দমদম উত্তরে সেবাশ্রয়ের উদ্বোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 

সেবাশ্রয়ের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার থেকে শুরু হল দমদম উত্তর বিধানসভার মানুষের জন্য সেবাশ্রয়। উত্তর...