Wednesday, August 27, 2025

হিন্দু সংস্কৃতির বিরোধী! বড়দিন, বর্ষবরণে ১৪৪ ধারা জারি যোগীরাজ্যে, কড়াকড়ি পানশালায়

Date:

কট্টর হিন্দুত্বের চোখরাঙানি! বড়দিন, বর্ষবরণে উৎসব পালনের পথে কাঁটা বেছালেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে উৎসবের এই দিনগুলিতে জারি করা হল ১৪৪ ধারা। ২৪ ডিসেম্বর রবিবার থেকে এই নিয়ম জারি করছে লখনউ পুলিশ। চলবে ২ জানুয়ারি পর্যন্ত। পুলিশের তরফে জানানো হয়েছে, বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিয়ম না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে পুলিশের তরফে।

লখনউ পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আইনশৃঙ্খলার বিষয়টি মাথায় রেখে ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি, ১০ দিন লখনউতে ১৪৪ ধারা জারি করা হচ্ছে। ১৪৪ ধারা জারি থাকার কারণে শপিং মল, পানশালা, রেস্তরাঁ, হোটেল-সহ অন্য জায়গায় জমায়েতের উপরেও থাকছে বিধিনিষেধ। পুলিশ আরি জানিয়েছে, “কোনও জায়গায় যা ধারণ ক্ষমতা, তার থেকে বেশি মানুষ জনকে টিকিট বা প্রবেশ করতে দেওয়া যাবে না। সেই অনুষ্ঠান কোনও প্রেক্ষাগৃহের ভিতরে হোক বা বাইরে, নিয়ম একই। হোটেল, শপিং মল, পানশালা, রেস্তরাঁ, অন্য জায়গায় শব্দ নিয়ন্ত্রিত রাখতে হবে, যাতে অন্যের সমস্যা না হয়। সেই দায়িত্ব বর্তাবে সেখানকার মালিক এবং আয়োজকদের উপর। এই সব জায়গায় নোটিশ টাঙ্গিয়ে রাখতে হবে এবং তা পালন করতে হবে। নিয়ম না মানলে ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা লঙ্ঘনের শাস্তি মিলবে।”

উৎসবের দিনে যোগী সরকারের এমন কড়াকড়ি নিয়মে স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ সেখানকার সাধারণ মানুষের পাশাপাশি খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। কারণ এই কয়েকটা দিন তাঁদের কাছে উৎসব পালনের। সেখানে যোগী সরকারের এত কড়াকড়ি নিয়মকে উগ্র হিন্দুত্বের প্রতিচ্ছবি হিসেবে দেখছে সব মহল। এই ঘটনায় বিরোধীদের অভিযোগ, ক্ষমতায় আসার পর গোটা উত্তরপ্রদেশকে কট্টর হিন্দুত্বের বেড়ায় বেঁধে ফেলেছেন যোগী আদিত্যনাথ। তাই সংখ্যালঘুদের উপর বারে বারে নেমে আসছে কট্টর হিন্দুত্বের খাঁড়ার ঘা।

Related articles

গাড়িসহ নদীতে ভাঙল সেতু, জম্মুতে ফুঁসছে একের পর এক নদী: মৃত্যুতে শোক অভিষেকের

একের পর এক রাস্তা ধসে যাচ্ছে। একের পর এক বাধে বিপদসীমা অতিক্রম করছে জম্মু ও কাশ্মীরের প্রতিটি নদী।...

১৫ দিন আগে থেকেই কলকাতায় ‘পুজো শপিং স্পেশাল’ বাস: পরিবহন মন্ত্রী

হাতে গুণে আর একমাস। পুজো মণ্ডপের ৫০ শতাংশ কাজ শেষ অননেক জায়গাতেই। জমিয়ে চলছে কেনাকাটা। ফলে প্রয়োজন অতিরিক্ত...

মিথিলার জীবনে সুখবর! সোশ্যাল মিডিয়ায় পোস্ট সৃজিতের

সুখবর দিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। গণেশ চতুর্থীর প্রাক্কালে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুশির খবর...

মুম্বইয়ে বহুতল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে বহু

বুধবার গণেশ চতুর্থী। মুম্বই(Mumbai) জুড়ে এখন উৎসবের আমেজ। কিন্তু এরই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মুম্বইয়ের কাছেই ভিরারে...
Exit mobile version