আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বি.ক্ষোভের জের! একাধিক ধারায় মামলা দায়ের পুলিশের

তবে এদিন বিক্ষোভস্থলে পুলিশ বাধা দিলে চাকরিপ্রার্থীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপরই চাকরিপ্রার্থীরা গাজোয়ারি করলে তাদের তোলা হয় প্রিজন ভ্যানে। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে চাকরিপ্রার্থীরা।

শুক্রবার চাকরিপ্রার্থীদের (Job Aspirants) কালীঘাট অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। আচমকাই পুলিশের নজর এড়িয়ে কালীঘাটে (Kalighat) মুখ্যমন্ত্রীর বাড়ির প্রায় ২০০ মিটার দূরত্বে পৌঁছে গিয়েছিলেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। শুক্রবার রাতে লালবাজার (Lalbazar) সেন্ট্রাল লক আপে কাটিয়েছেন চাকরিপ্রার্থীরা। তবে পুলিশের তরফে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে খবর। শনিবারই তাঁদের আলিপুর সিজেএম আদালতে পেশ করা হবে। ৬০ জন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মধ্যে ৪ জন পুরুষ ও বাকি ৫৬ জন মহিলা বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩, ১৮৬, ১৪৯, ২৮৩, ১৮৮ ও ৩৪১ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

সরকারি কর্মচারীকে তাঁর দায়িত্ব পালন থেকে বিরত রাখার জন্য আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার অভিযোগ, স্বেচ্ছায় কোনও সরকারি কর্মচারীকে তাঁর সরকারি কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ, বেআইনি সমাবেশ ও সমাবেশের সদস্য থাকার মতো গুরুতর অভিযোগ উঠেছে চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, কালীঘাট থানা থেকে ইতিমধ্যেই ধৃতরা যে এলাকার বাসিন্দা, সেই এলাকার সংশ্লিষ্ট থানাগুলিকে গ্রেফতারির বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় থানাগুলিকে বলা হয়েছে পরিবারের সঙ্গে যোগাযোগ করে গ্রেফতারির কথা জানিয়ে দেওয়ার জন্য।

তবে এদিন বিক্ষোভস্থলে পুলিশ বাধা দিলে চাকরিপ্রার্থীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপরই চাকরিপ্রার্থীরা গাজোয়ারি করলে তাদের তোলা হয় প্রিজন ভ্যানে। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে চাকরিপ্রার্থীরা।

 

 

 

Previous articleনয়ডার আইটি সংস্থায় বড়সড় দু.র্ঘটনা! আচমকাই হু.ড়মুড়িয়ে ছিড়ে পড়ল লিফট
Next articleলোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপিতে রদবদল, যুব সংগঠনকে চাঙ্গা করতে বিজেপির বাজি হিরণ