প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার ম‍্যাচ নিয়ে কী বললেন কোহলি?

সূত্রের খবর পারিবারিক কারণে বিসিসিআইয়ের কাছ থেকে অনুমতি নিয়েই দেশে ফিরছেন তিনি। তবে প্রথম টেস্ট খেলবেন বিরাট। আর তার আগে টেস্ট ক্রিকেট অকপট কোহলি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগে সম্প্রতি দেশে ফিরে এসেছেন বিরাট কোহলি। সূত্রের খবর পারিবারিক কারণে বিসিসিআইয়ের কাছ থেকে অনুমতি নিয়েই দেশে ফিরছেন তিনি। তবে প্রথম টেস্ট খেলবেন বিরাট। আর তার আগে টেস্ট ক্রিকেট অকপট কোহলি।

সম্প্রচারকারী চ্যানেলে কোহলি টেস্ট ক্রিকেটে নিয়ে বলেন, “টেস্টই হল ক্রিকেটের আসল ভিত। এর ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য বাকি সব কিছুর থেকে আলাদা। চার-পাঁচ দিনের খেলায় নিজেকে নিংড়ে দিতে হয়। ক্রিকেট খেলতে গেলে আপনি যে যে অভিজ্ঞতা অর্জন করেন, টেস্ট খেলার অভিজ্ঞতা তার মধ্যে সবচেয়ে আলাদা। ” এখানেই না থেমে কোহলি আরও বলেন,” ব্যক্তিগত ভাবে বা দল হিসেবে আমার কাছে সবচেয়ে ভাল অনুভূতি হল, একটা লম্বা ইনিংস খেলে দলকে কোনও টেস্ট ম্যাচে জেতানো। আমি পুরনো দিনের মানুষ। তাই আমার কাছে সাদা জার্সি পরে টেস্ট ক্রিকেট খেলা সবার আগে। টেস্ট দেখতে দেখতেই বড় হয়েছি। দেশের হয়ে ১০০টা টেস্ট খেলতে পেরে আমি গর্বিত। টেস্ট ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে অনেক দিন আগেই।”

 

আরও পড়ুন:আজ আইএসএল-এর ম‍্যাচে গোয়ার বিরুদ্ধে নামছে মোহনবাগান, জয়ই লক্ষ‍্য জুয়ানের