Thursday, August 21, 2025

ইজরায়েলের লক্ষ্য কী, সেই লক্ষ্যে ঠিক কোন ধাপে রয়েছে তারা, তা নিয়ে কথা হল আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের (Joe Biden) সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu)। তবে যুদ্ধ থামানো নিয়ে এখনই কোনও কথা হয়নি দুদেশের শীর্ষনেতাদের। যদিও দুদেশের কথা নিয়ে কোনও বক্তব্য পেশ করেনি হোয়াইট হাউস।

দুদেশের শীর্ষনেতাদের কথার পর অবশ্য ইজরায়েল ফের দাবি করেছে হামাসকে নিঃশেষ করার কাজ শেষ না হওয়া পর্যন্ত নিজেদের লক্ষ্যে এগিয়ে যাবে ইজরায়েল। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয় যুদ্ধে প্রতিটি মৃত ইজরায়েলি সেনার জন্য প্রতিশোধ নেবে তারা। ততদিন লড়াই চলবে যতদিন না হামাস (Hamas) খতম হবে, যতদিন না সব পণবন্দি মুক্ত হবে। অন্যদিকে বাইডেনের দফতর থেকে দাবি করা হয় অস্ত্র সংবরণ (ceasefire) নিয়ে কোনও কথাই বলেনি ইজরায়েল। তবে এই আলোচনায় উঠে আসে যতদিন না পর্যন্ত অস্ত্র নামানোর মতো পরিবেশ তৈরি হবে ততদিন সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য নিরাপদ, অবিচ্ছিন্ন পথ তৈরি করা হবে।

ইজরায়েলের পাশে দাঁড়িয়েই রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের (UNSC) প্রস্তাবে সায় দেয়নি আমেরিকা। তারপরই গাজার পাশে দাঁড়িয়ে সুর চড়িয়েছে ইরান (Iran)। ভূমধ্যসাগর, জিব্রাল্টার প্রণালী এবং অন্যান্য জলপথে অবরোধের হুঁশিয়ারি দিয়েছে ইরানিয়ান রেভলিউশনারি গার্ডের কমান্ডার জেনারেল মহম্মদ রেজা নাকদি। এই জলপথে ইরানের কোনও এক্তিয়ার না থাকলেও কীভাবে তারা এই ধরনের হুমকি দিতে পারে তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যেই প্রায় ১২০০ ইজরায়েলি সেনার মৃত্যু হয়েছে হামাসের হাতে, যার মধ্যে রবিবার মৃত্যু হয়েছে দেড়শোর বেশি, এমনটাই দাবি ইজরায়েল স্বাস্থ্য দফতরের।

অন্যদিকে, মানবিক সাহায্য নিয়ে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিরা যত গাজার ভিতরে প্রবেশ করছেন তত ধ্বংসের করুণ ছবি বেরিয়ে আসছে। শুক্রবার গাজা শহরে একটি বড় বাড়িতে বোমাবর্ষণ করে ইজরায়েলি সেনা। এখনও পর্যন্ত এটাই এই সময়ের মধ্যে সবথেকে মারাত্মক হামলা বলে দাবি উদ্ধারকারীদের। এই হামলায় একটি বড় পরিবারের ৭৬ জন সদস্য একসঙ্গে মারা যায় বলে তাঁদের দাবি। মৃতদের মধ্যে একব্যক্তি রাষ্ট্রসঙ্ঘের উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version