Friday, May 23, 2025

‘দ্য লাস্ট সাপার’, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

” এটাই তোমাদের সঙ্গে আমার শেষ নৈশভোজ । তোমাদের মধ্যে একজন বিশ্বাসঘাতকতা করবে আমার সঙ্গে । ” যিশুর মুখে এমন কথা শুনে তাঁর শিষ্যরা চমকে উঠলেন , শুধু একজন নির্বিকার বসে রইলেন । তিনি জুডাস । শেষ নৈশভোজে যিশুখ্রীস্টের ১২ জন শিষ্যের অন্যতম তিনি । বাকি শিষ্যদের প্রতিক্রিয়া একেকজনের একেকরকম । তাঁদের হাতের ভঙ্গি , মুখের অভিব্যক্তি নাটকীয় ।

” কী বলছেন প্রভু , এও কি সম্ভব ” ? ” হে প্রভু , আপনি কি আমাকেই ইঙ্গিত করছেন” ? ” না না , এ কখনও হতে পারে না প্রভু , আপনি আমাদের ছেড়ে চলে যেতে পারেন না ” । ” প্রভু , আমি বিশ্বাস করি না এমন খারাপ কাজ আমাদের মধ্যে কেউ করতে পারে ” ! ” প্রভু , দয়া করে বলুন আমাদের মধ্যে কে সেই বিশ্বাসঘাতক ” । ” প্রভু , আপনি আমাদের ক্ষমা করুন ” ।

শিষ্যদের নিয়ে শেষ নৈশভোজে যিশুখ্রীস্টের এই ভবিষ্যদ্বাণী , আর শিষ্যদের নাটকীয় প্রতিক্রিয়াগুলি তুলে ধরেছিলেন শিল্পী লিয়োনার্দো দা ভিঞ্চি তাঁর ‘ দ্য লাস্ট সাপার ‘ ছবিতে । অসামান্য এই চিত্রটিতে দেখা যায় শিষ্যদের কারো মুখে ভয় ও উদ্বেগ , কারো মুখে সন্দেহ , কারো মুখে বিষন্নতার বেদনা । শুধু জুডাস প্রতিক্রিয়াহীন ।

বাইবেলের গল্প অনুযায়ী জুডাস বেইমানি করেন এবং যিশুখ্রীস্টের মৃত্যু ডেকে আনেন । গল্পে আছে , জুডাস যিশুর সঙ্গে একই সময়ে নিজের অজান্তে পাউরুটিতে হাত রাখবে । লিয়োনার্দো তাঁর ছবিতে জুডাসকে বাঁদিক থেকে চতুর্থ স্থানে বসিয়েছেন । ছবিতে জুডাসই একমাত্র , যাঁর কনুই টেবিলের ওপর ভর দেওয়া , যাঁর বাঁ হাতটি যিশুর সঙ্গে একই সময়ে পাউরুটির দিকে এগিয়ে এসেছে । জুডাসের সামনে একটা লবনদানি উল্টে পড়ে আছে ।

বিশেষজ্ঞরা মনে করেন , এর মধ্যে দিয়ে শিল্পী লিয়োনার্দো ‘ নিমকহারাম ‘ বা ‘ নমকহরাম’-এর ইঙ্গিত দিয়েছেন । ‘ Betary the salt’ কথাটির উৎপত্তি সম্ভবত মধ্যপ্রাচ্যে । ইতালিয়ান লোকাচারে নুন উল্টে ফেলা খুবই অশুভ ব্যাপার বলে ধরা হয় ।‌জুডাস ছাড়াও এই চিত্রে আরেকটি ফিগার নিয়ে নানা রহস্য ও কৌতূহল আছে । যিশুখ্রীস্টের ডানদিকে প্রথম ফিগারটি হল সর্বকনিষ্ঠ শিষ্য অ্যাপোস্টল জন-এর । অনেকেই মনে করেন লিয়ো সুকৌশলে পুরুষ নয় , একটি নারীমূর্তি এঁকেছেন এবং সম্ভবত এটি মেরি ম্যাগদালেনের । কথিত আছে , ম্যাগদালেন যিশুর অবিবাহিত স্ত্রী এবং তাঁর সন্তানের মা । যদিও এই বিষয়টি ক্যাথলিকরা মানেন না , এ নিয়ে বিতর্কের শেষ নেই ।

লিয়োনার্দো দা ভিঞ্চি বিশ্ববিশ্রুত ইতালিয়ান চিত্রশিল্পী । অবিস্মরণীয় শিল্পকর্ম ‘ মোনালিসা ‘ তাঁরই সৃষ্টি । ‘ দ্য লাস্ট সাপার ‘ শিল্পকর্মটি সম্পূর্ণ করতে তাঁর তিন বছর সময় লেগেছিল । ১৪৯৫ থেকে ১৪৯৮ সাল । এটি একটি দেয়ালচিত্র ( মুরাল ) । এই অসামান্য চিত্রটি এখন শোভা পাচ্ছে ইতালির মিলানের সান্তা মারিয়া দেলে গ্রাজির ডাইনিং হলের পিছনের দেওয়ালে । দ্য ভিঞ্চি যিশুর মুখ ফুটিয়ে তোলার জন্য দীর্ঘ সময় নিয়েছিলেন , যাতে যিশুর মুখে একটা অভিব্যক্তিহীন পবিত্রতার আবহ রচনা করা যায় ।

যিশু তাঁর মৃত্যুর আগে তাঁর বারোজন শিষ্যকে নিয়ে যে নৈশভোজ সারেন ( যাকে সান্ধ্যভোজ বলেছেন কেউ কেউ ) তারই চিত্র এই ‘ দ্য লাস্ট সাপার ‘ । এই নৈশভোজে সমবেতভাবে রুটি ভাগ করে খাওয়া হয় এবং মদ্যপান করা হয় । এখানেই যিশু আভাস দেন তাঁর মর্মান্তিক পরিণতির এবং প্রিয় শিষ্যদের মধ্যেই লুকিয়ে থাকা একজনের দিকে ইঙ্গিত করেন , যিনি বিশ্বাসঘাতকতা করবেন ।

শিষ্যদের রুটি ও মদ দেখিয়ে যিশু জানান যে , এই রুটি তাঁর দেহ এবং মদ তাঁর রক্ত । পরের দিনই এক শিষ্যের বিশ্বাসঘাতকতায় মৃত্যুবরণ করতে হবে তাঁকে । মিলে যায় যিশুর ভবিষ্যদ্বাণী । তিরিশটা রূপার মুদ্রার লোভে জুডাস ইস্কারিওট যিশুকে চিনিয়ে দেন শত্রুপক্ষের কাছে । বাইবেলের এই নাটকীয় বর্ণনার দৃশ্য এঁকেছেন অনেকেই । কিন্তু জনপ্রিয় হয়ে ওঠে লিয়োনার্দোর শিল্পকর্ম ‘ দ্য লাস্ট সাপার ‘ ।

রেনেসাঁ যুগের কালজয়ী চিত্রকর লিয়োনার্দো দা ভিঞ্চির এই দেয়ালচিত্র নিয়ে অসংখ্য গল্প ও জল্পনা ছড়িয়ে ছিটিয়ে আছে । এখানে উল্লেখ্য যে , ভয়ঙ্কর অপরাধীদের মুখও নির্বিকার ও অভিব্যক্তিহীন হয় । তাদের মাথা ঠাণ্ডা থাকে । তারা অসম্ভব ধূর্ত হয় । কিন্তু তাদের মুখে একটা চাপা ক্রুরতা লক্ষ্য করা যায় , যেটা সহজে লুকোনো যায় না । জুডাসের গোপন নৃশংসতা এবং আপাত অভিব্যক্তিহীন মুখ অসামান্য দক্ষতায় ফুটিয়ে তুলেছেন লিয়োনার্দো । আর যিশুর মুখে এনেছেন প্রশান্ত সারল্য ও এক আকাশ পবিত্রতা , যা বিশ্বমানবতার অন্যতম শ্রেষ্ঠ পুরুষের মুখেই মানায় ।

আরও পড়ুন- দাঁড়াতে হবে না লম্বা লাইনে! বাড়ি বসেই সম্ভব গ্যাস ও Aadhaar লিঙ্ক, কীভাবে?

spot_img

Related articles

ফসল নষ্ট হওয়া রুখতে সৌরশক্তি চালিত কোল্ড চেন ব্যবস্থা চালু করার পরিকল্পনা রাজ্যের

কৃষকদের ফসল নষ্ট হওয়া রুখতে সৌরশক্তি চালিত কোল্ড চেন (Cold Chain) ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে রাজ্য সরকার।...

পুলিশ মহলে উৎসাহ জোগাবে: এভারেস্ট জয়ী দেহরক্ষী লক্ষ্মীকান্তকে অভ্যর্থনা CP মনোজ বর্মার

মাউন্ট এভারেস্ট জয় করে কলকাতা পৌঁছালেন কলকাতার পুলিশ কমিশনারের দেহরক্ষী লক্ষীকান্ত মণ্ডল (Lakkhikanta Mandol)। লক্ষ্মীকান্তকে অভ্যর্থনা জানাতে শুক্রবার...

সন্তোষ জয়ী বাংলা দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীলরা

সন্তোষ জয়ী(Santosh Trophy) বাংলা দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীল ছেত্রীরা(Sunil Chetri)। আগামী ফিফা উইন্ডোতে দুটো ম্যাচ খেলবে...

Apple-কে ২৫ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের! চাপ বাড়ল ভারতের

অ্যাপেলের (Apple) ফোন উৎপাদন করতে হবে আমেরিকাতেই। নাহলে গুনতে হবে ২৫ শতাংশ শুল্ক (tariff)! প্রকাশ্যে মোবাইল প্রস্তুতকারক সংস্থাকে...