আজ রাষ্ট্রপতি ভবনে শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’র বিশেষ প্রদর্শন!

কেউ বলছেন সিনেমা দেখে নস্টালজিয়া ঘিরে ধরছে, কেউ বলছেন রাজকুমার হিরানির (Rajkumar Hirani) ক্যারিয়ারের অন্যতম বড় ডিজাস্টার এই ছবি। তবে ‘ডাঙ্কি’ (Dunki) যে অভিনেতা শাহরুখ খানকে (Shahrukh Khan) আরও একবার সামনে তুলে ধরতে পেরেছেন সে কথা স্বীকার করছেন প্রত্যেকেই। দেশপ্রেমের গল্প বলা এই ছবি আজ ক্রিসমাসের সন্ধ্যায় (Christmas Eve) প্রদর্শিত হতে চলেছে রাষ্ট্রপতি ভবনে। প্রদর্শনের সময় উপস্থিত থাকতে পারেন ছবির পরিচালক রাজকুমার হিরানি এবং অভিজিৎ যোশী বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।

গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ডাঙ্কি (Dunki) । কমেডি মোড়কে এই সিনেমায় অবৈধ অভিবাসন সমস্যার কথা তুলে ধরেছেন পরিচালক ও কলাকুশলীরা। সিনেমার মধ্যে দিয়ে সুন্দর এক মেসেজ সকলের সামনে তুলে ধরার জন্য জন্য এই ছবিকে করমুক্ত করার দাবিও জানাচ্ছেন শাহরুখ অনুরাগীরা। রাজকুমার হিরানির এই ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন তাপসী পান্নু, অনিল গ্রোভার, বোমান ইরানি, রয়েছেন ভিকি কৌশলও। গত তিনদিনে ‘ডাঙ্কি’র বিশ্বব্যাপী আয় ১৫০ কোটি টাকা এবং ভারতে এই ছবির আয় ৭৫ কোটি টাকা।

Previous articleআন্দোলন চললে সুবিধা বলে বিরোধীরা চায় না সমাধান হোক: নিয়োগ মামলা নিয়ে বিস্ফোরক কুণাল
Next articleগীতাপাঠকে চ্যালেঞ্জ জানানো বৃথা, সংবিধানপাঠের আসর জমাতে পারল না কংগ্রেস