Sunday, November 9, 2025

লোহিত সাগরে ভারতীয় পতাকাবাহী জাহাজে ড্রোন হামলা, হুথি বাহিনীর দিকে অভিযোগের তীর

Date:

ইজরায়েল পরিস্থিতির পর ক্রমশ হচ্ছে মধ্যপ্রাচ্য সংলগ্ন জলপথ পরিবহন, এই আশঙ্কা সপ্তাহ খানেক আগেই পাওয়া গিয়েছিল যখন লোহিত সাগরে (Red Sea) ড্রোন হামলা রুখেছিল আমেরিকা। এবার সেই আঁচ টের পেল ভারতীয় নৌবাহিনীও। লোহিত সাগরে ভারতের পতাকাবাহী জাহাজের ওপর ড্রোন (Drone) হামলার অভিযোগ ইয়েমেনের জঙ্গিগোষ্ঠী হুথি-র (Houthi) বিরুদ্ধে। যদিও এই হামলায় কোনও হতাহতের খবর নেই বলেই ভারতীয় নৌবাহিনী সূত্রে জানা গিয়েছে।

আফ্রিকার গ্যাবনের (Gabon) জাহাজ এমভি সাই বাবা, যার সামনে ভারতের পতাকা, আক্রান্ত হয় দক্ষিণ লোহিত সাগরে। শনিবার সন্ধ্যা ৮টা নাগাদ ভারতীয় নাবিকরা এই জাহাজে বাণিজ্যিক অপরিষোধিত তেলের (crude oil) ট্যাঙ্কার আনছিলেন। সেই সময় একতরফাভাবে হামলা চালায় ইয়েমেনের এই জঙ্গিগোষ্ঠী। সেই সঙ্কেত পৌঁছায় স্থানীয় আমেরিকার সেন্ট্রাল কম্যান্ডের অধীনে থাকা জাহাজে। সেই সংকেতেই বলা হয় ভারতীয় নাবিকদের কোনও ক্ষতি হয়নি।

তবে ৭ অক্টোবর হামাস গোষ্ঠী ইজরায়েলের (Israel) ওপর হামলা চালানোর পর থেকে লোহিত সাগরে হুথি গোষ্ঠীর এটা ১৫ তম আক্রমণ বলে দাবি আমেরিকার। শনিবার শুধুমাত্র ভারতীয় পতাকাবাহী জাহাজেই আক্রমণ চালানো হয়নি। নরওয়ের একটি জাহাজেও ওই একই সময়ে হামলা চালায় হুথিগোষ্ঠী। তবে এমভি ব্লামানেন নামে ওই জাহাজের ওপর যে আক্রমণ চালানো হয় তা জাহাজ পর্যন্ত পৌঁছায়নি বলে জানা যায়। ইতিমধ্যেই ইজরায়েল অস্ত্র সংবরণ করার সিদ্ধান্ত থেকে সরে আসার পর ইরান হুঁশিয়ারি দিয়েছে ভূমধ্যসাগর, জিব্রাল্টার প্রণালী সহ সবদিকের জলপথ পরিবহন বন্ধ করে দেওয়ার। শনিবারের হামলার পর সেই ইরানের হুঁশিয়ারির সঙ্গে ইয়েমেনের যোগেরও আন্দাজ পাওয়া যাচ্ছে।

Related articles

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...
Exit mobile version