Monday, November 10, 2025

ম.সজিদে প্রার্থনা চলাকালীন গু.লি! কাশ্মীরে ম.র্মান্তিক পরিণতি অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের

Date:

জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) নিরাপত্তারক্ষীদের সঙ্গে লাগাতার গুলির লড়াই চলছে জঙ্গিদের। এবার কাশ্মীরে এক অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিককে (Retired Police Officer) গুলি করে খুন করল জঙ্গিরা (Terrorists)। সূত্রের খবর, রবিবার সকালে মসজিদে প্রার্থনা করতে গিয়েছিলেন ওই আধিকারিক। আর সেখানেই জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে ওই প্রাক্তন পুলিশ আধিকারিকের শরীর। জম্মু ও কাশ্মীরের বারমুল্লা জেলার ঘটনা। নিহত পুলিশ আধিকারিকের নাম মহম্মদ শাফি মীর। তিনি কাশ্মীর পুলিশের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পদে ছিলেন। এদিন প্রার্থনার সময়ে মসজিদের (Mosque) ভিতরেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা।

ঘটনাকে কেন্দ্র করে উপত্যকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি ঘটনার পর জম্মু ও কাশ্মীর পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলেছে বলে খবর। এদিকে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। এলাকায় রীতিমতো চিরুনি তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকেরা। পাশাপাশি এক্স হ্যান্ডেলে কাশ্মীর পুলিশও এই ঘটনার কথা পোস্ট করেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কাশ্মীরে জঙ্গি হামলায় পাঁচ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। তারপর থেকেই থমথমে উপত্যকা। জানা গিয়েছে, সেনার দু’টি গাড়ি লক্ষ্য করে গুলি এবং গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। একটি সূত্রের দাবি, হত্যার পর সেনা জওয়ানদের মুণ্ডচ্ছেদও করা হয়। ওই ঘটনার পর কাশ্মীরের কোনায় কোনায় জঙ্গি নিকেশের তৎপরতা শুরু হয়েছে। চিরুনিতল্লাশি চলছে ঘরে ঘরে। বেশ কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদও চলছে। তার মধ্যেই রবিবারের দুর্ঘটনা উপত্যকার উত্তাপ বাড়াল বলেই মত অভিজ্ঞ মহলের।

 

 

 

Related articles

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...
Exit mobile version