Monday, May 12, 2025

বড়দিনে বড় বদল মেট্রো সূচিতে! ভিড় সামলাতে পাতালরেলে বিশেষ ব্যবস্থা

Date:

২৫ ডিসেম্বর (Christmas) মানেই পার্কস্ট্রিটে কাতারে কাতারে মানুষের ভিড়। একই ছবি নন্দন- রবীন্দ্রসদন চত্বর কিংবা এসপ্ল্যানেডের দিকে। কলকাতার এই অংশের ট্রাফিক ব্যবস্থা সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে (Kolkata Police)। যানজট এড়াতে সকলেই ভরসা করেন কলকাতা মেট্রোর (Kolkata metro) উপরে। তবে অন্যান্য দিনের মতো স্বাভাবিক সময়সূচিতে সোমবার মেট্রো চলবে না বলে জানিয়ে দিল কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে যে ক্রিসমাসে আগামিকাল অন্যান্য দিনের তুলনায় দেরিতে পরিষেবা শুরু হবে। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব‌্যবস্থা আটোসাঁটো হচ্ছে পাতাল পথে।

সোমবার সকাল ৮টা ৫৫ মিনিটে মেট্রো পরিষেবা শুরু হবে দমদম ও দক্ষিণেশ্বর থেকে। সারা দিন ধরে আট মিনিটের ব্যবধানে ট্রেন চলবে। সকাল ৯টায় কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে পরিষেবা শুরু হবে। রাতে দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন ১০টা ৫৮ মিনিটে ছাড়বে। কবি সুভাষ থেকে শেষ ট্রেন ছাড়বে ১১টায়। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ২০ মিনিটের ব্যবধানে সারা দিনে মোট ৯০টি ট্রেন চলবে বলে জানা যাচ্ছে। সকাল ৬টা ৫৫ থেকে রাত ১০টা পর্যন্ত ট্রেন চলবে। ভিড় সামাল দিতে বাড়তি টিকিট কাউন্টার খোলা ছাড়াও অতিরিক্ত স্মার্ট কার্ড রাখা হচ্ছে। রবীন্দ্র সদন, ময়দান, পার্ক স্ট্রিট, এসপ্লানেড ও দমদম স্টেশনে সাদা পোশাকে থাকবেন মহিলা আরপিএফ কর্মীরাও।পার্ক স্ট্রিট স্টেশনে এক জন আধিকারিকের নেতৃত্বে চার জনের বিশেষ দল থাকছে।

Related articles

অলচিকি লিপির উদ্ভাবকের প্রতি শ্রদ্ধা, অবদানের স্বীকৃতি মুখ্যমন্ত্রীর

পণ্ডিত রঘুনাথ মুর্মু একজন ভাষাতত্ত্ববিদ, লেখক, নাট্যকার ও সাঁওতালি ভাষায় ব্যবহৃত 'অলচিকি' লিপির (Alchiki script) উদ্ভাবক। তাঁর জন্মদিবসে...

রাজ্যে রক্ষিত বৌদ্ধ ঐতিহ্য, বুদ্ধপূর্ণিমায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সর্বধর্মকে সমানভাবে স্বীকৃতি দিয়ে সম্প্রীতির পরিবেশ রক্ষা করাই বাংলার ঐতিহ্য। যুগে যুগে যেভাবে বাংলার সম্প্রীতির পরিবেশকে আপন করে...

দ্বন্দ্বের আবহে প্রথম শান্তিপূর্ণ রাত কাশ্মীরে, দুপুরে বৈঠকে ভারত-পাক সেনা প্রধানরা

সংঘর্ষ বিরোধী চুক্তির অবমাননা করে শনিবার রাতেও ভারতের সীমান্তবর্তী এলাকায় পাকা হামলা অব্যাহত ছিল। যদিও রবিবার সারাদিন সেভাবে...

পুলওয়ামার আত্মঘাতী হামলায় মদতের কথা স্বীকার করে ফেলল পাকিস্তান

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। জঙ্গি...
Exit mobile version