Tuesday, November 11, 2025

মোদির ক্যারিশমা কমেছে, লোকসভা নির্বাচনের আগে বড় মন্তব্য প্রশান্ত কিশোরের!

Date:

বছর ঘুরলেই লোকসভা নির্বাচনের (Loksabha Elections) দামামা বেজে যাবে। ইতিমধ্যেই ইন্ডিয়া জোট নিজেদের রণকৌশল পোক্ত করতে শুরু করেছে। অন্যদিকে ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে ভোট বাক্স ভরানোর তাল খুঁজছে পদ্ম শিবির। এসবের মাঝেই বড় মন্তব্য করলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর (Prasanta Kishore)। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় রাজনীতি থেকে শুরু করে I.N.D.I.A জোটের জয়ের সম্ভাবনা সব বিষয়েই নিজের কথা তুলে ধরেন তিনি। সেখানেই নরেন্দ্র মোদি (Narendra Modi) সম্পর্কে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন পি.কে (PK)। তিনি জানিয়েছেন ২০১৪ এর পর ২০১৯ এ যতটা আশা করেছিলেন সাধারণ মানুষ, ততটা প্রত্যাশা পূরণ করতে পারেনি মোদি সরকার। ২০২৪ এ ফারাক আরও অনেকটা বেড়ে গেছে। পাশাপাশি মোদি ম্যাজিক ধীরে ধীরে কমে আসছে বলেই মত তাঁর।

ভোট কৌশলী প্রশান্ত কিশোরের রাজনৈতিক দূরদৃষ্টিতা নিয়ে কারোর মনে কোন প্রশ্ন নেই। তাই তাঁর এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে কানাঘুষো শুরু হয়েছে। সত্যিই কি লোকসভা নির্বাচনের ফলাফল এখন থেকে আঁচ করতে পারছেন পিকে? এই নিয়ে খোলসা করে কিছু না বললেও মোদির উত্তরসূরীর প্রসঙ্গে একটি মারাত্মক কথা বলেছেন তিনি। সাম্প্রতিক অনেক সমীক্ষায় দাবি করা হয়েছে যে গোটা বিশ্বে এখনও জনপ্রিয়তার নিরিখে নাকি মোদিই শীর্ষে। আর এই মতামতের উপর ভিত্তি করেই আবার দেশ জয়ের স্বপ্ন দেখছে বিজেপি। পিকে অবশ্যই বিষয়টিকে আমল দিতে নারাজ। তিনি সাক্ষাৎকারে জানান, এক সময় গর্ভাচভের জনপ্রিয়তাও বিপুল ছিল। কিন্তু তিনি যেবার নোবেল পুরস্কার পান, সেই বছরই ইউএসএসআর থেকে ছিটকে যেতে হয় তাঁকে। তিনি বলেন, দেশে মোদির জনপ্রিয়তা কমলে তা বিশ্বের দরবারেও প্রতিফলিত হবে। তবে এর পাশাপাশি মোদির উত্তরসূরী কট্টর হিন্দুত্ববাদী হবে বলে জানান প্রশান্ত কিশোর। জনপ্রিয় ভোট কৌশলী এই প্রসঙ্গে একটি ট্রেন্ডের উদাহরণ তুলে ধরেন।

প্রশান্ত কিশোর বলেন গত কুড়ি বছরে বিজেপি এবং আরএসএস সমীকরণের জুটির দিকে নজর দিলে বোঝা যায়, কীভাবে সময়ের পরিবর্তনে দেশ শাসনে নিজেদের চিন্তা ভাবনাকে পরিচালিত করেছে ভাজপা। প্রথমে বাজপেয়ী ও আডবাণী- এক্ষেত্রে প্রথমজন উদারচেতা হলেও আডবাণী ছিলেন কট্টর। পরবর্তীতে আডবাণী আর মোদি জুটির দুজনেই ছিলেন কট্টর। মোদি – শাহের ক্ষেত্রেও এটাই চলছে। তাই পিকের ক্যালকুলেশন পরবর্তীতে যিনি আসবেন তিনি আরও কট্টর হিন্দুত্ববাদী মানসিকতার পরিচয় দেবেন। যদিও তিনি কারোর নাম উল্লেখ করেননি। কিন্তু এই মন্তব্যের পর থেকেই যোগী আদিত্যনাথকে ঘিরে বাড়ছে জল্পনা।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version