Sunday, November 9, 2025

একচুল নড়লেই সাক্ষাৎ মৃত্যু! নিজে তো শেষ হবেনই, সঙ্গে শেষ হয়ে যাবে দুটো নিষ্পাপ প্রাণ। সেই পরিস্থিতিতে রুদ্ধশ্বাসে অপেক্ষায় থাকা সবাইকে চমকে দিয়ে সন্তানদের নিয়ে বেঁচে ফিরলেন মা। শনিবার এরকমই ঘটনার সাক্ষী থাকল বিহারের বাড় (Barh) স্টেশন। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে শিশুসহ মহিলাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

শনিবার বিহারের বাড় স্টেশন থেকে পরিবারের সঙ্গে দিল্লি যাওয়ার জন্য বিক্রমশিলা এক্সপ্রেসে (Vikramshila Express) উঠছিলেন এক মহিলা। তাঁর কোলে ও হাতে দুই সন্তানকে ধরেছিলেন তিনি। ট্রেনটিতে ওঠার জন্য বাড় স্টেশনে প্রচুর ভিড় ছিল। ভিড়ের চাপে প্ল্যাটফর্ম আর ট্রেনের ফাঁকে তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে পড়ে যান। যতক্ষণে প্লাটফর্মে থাকা লোকজন তাঁদের দেখে উদ্ধারের চেষ্টা শুরু করে ততক্ষণে ট্রেন চলতে শুরু করে দেয়। ঠিক তখনই চরম বুদ্ধির পরিচয় দেন ওই মহিলা। নিজের শরীরের তলার দুই শিশুকে চেপে ধরে সরু ফাঁকে মাটির সঙ্গে সেঁটে যান। গোটা ট্রেনটা তাঁর শরীরের একচুল দূর দিয়ে বেরিয়ে যায়।

ট্রেন পেরিয়ে যাওয়া পর্যন্ত রুদ্ধশ্বাসে অপেক্ষা করেন স্টেশনে কর্তব্যরত পুলিশকর্মী থেকে অন্যান্য রেলযাত্রীরা। ট্রেন পেরিয়ে গেলে দেখা যায় দুই সন্তান নিয়ে সুস্থ রয়েছেন দুঃসাহসী মা। দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের ফেরার ব্যবস্থা করা হয়।

Related articles

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...
Exit mobile version