শীতের দাপটেও ডেঙ্গির থাবা, মৃত্যু এক নার্সিং পড়ুয়ার!

পৌষের শীতে কাঁপছে বাংলা। আবহাওয়ার খামখেয়ালীপনায় কখনও বা পারদ পতন কম বা বেশি হলেও মোটের ওপর লেপ-কম্বল আর জ্যাকেট কিংবা সোয়েটারেই ভরসা করতে হচ্ছে বঙ্গবাসীকে। কিন্তু এরই মাঝে দিব্যি নিজের ইনিংস খেলে যাচ্ছে ডেঙ্গির (Dengue) মশা। বর্ষা পেরিয়ে গেলেও ডেঙ্গির দাপট কমছে না। ফের এক আক্রান্তের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। মৃতের নাম ফারহানা বেগম (২১)।

পার্ক সার্কাসের আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নার্সিং বিভাগের পড়ুয়া ছিলেন ফারহানা। ওই এলাকাতেই এক হোস্টেলে থাকতেন বলে পরিবার সূত্রে জানা যায়। জ্বর নিয়ে গত বুধবার থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফারহানাকে ICU-তে স্থানান্তরিত করা হয়। শুক্রবার গভীর রাতে একাধিক অঙ্গ বিকলের জেরে তাঁর মৃত্যু হয়েছে।

Previous articleআসতে না পারলেও পাঠালেন বার্তা! ব্রিগেডের অনুষ্ঠানের আগে দলীয় কর্মী-সমর্থকদের প্রশংসা মোদির
Next articleকোর্ট মিটিংয়ের পর যাদবপুরে শুরু সমাবর্তন! অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে সহ-উপাচার্য