রূপান্তরকামীদের পিরিয়ডস নিয়ে হাস্যকর যুক্তি স্মৃতি ইরানির!

পৃথিবীতে কিছু মানুষ থাকেন যাঁরা অনেক কিছু জানেন না। কিন্তু এমন কিছু মানুষ থাকেন যাঁরা নিজেরাই জানেন না যে, তাঁরা কতটা জানেন আর কতটা জানেন না। খুব স্বাভাবিকভাবেই তাঁদের ‘অজ্ঞতা’ যখন তখন সকলের সামনে প্রকট হয়ে ওঠে। এমন একজন ব্যক্তিত্ব হলেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী এবং অভিনেত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। একজন মহিলা হয়েও মেনস্ট্রুয়াল সাইকেল সম্পর্কে যে তাঁর বিন্দুমাত্র জ্ঞান নেই, সেটা দিন কয়েক আগে ‘পিরিয়ড লিভস’ নিয়ে করা নেত্রীর মন্তব্য থেকেই পরিষ্কার হয়ে গেছিল। তবে তাঁর অজ্ঞতার পরিমাণটা যে কত বেশি সেটা আরও একবার নিজেই প্রমাণ করে ফেললেন। রূপান্তরকামীদের পিরিয়ডস নিয়ে হাস্যকর যুক্তি তৈরি করে রীতিমতো বিপাকে স্মৃতি (Smriti Irani)।

কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির অজ্ঞানতার সৌজন্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঋতুকালীন ছুটি বিষয়টা এখন বেশ ট্রেন্ডিং। গত ১৩ ডিসেম্বর রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে বলেন, পিরিয়ড লিভসের কোনও প্রয়োজন নেই। তা সমান সুযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে। আর মহিলাদের জীবনে এটা খুবই একটা স্বাভাবিক ঘটনা, কোনও বাধা নয়। ব্যাস এরপর থেকেই সরব হয়েছেন মহিলারা। মেনস্ট্রুয়াল সাইকেল প্রতিবন্ধকতা যেমন নয়, ঠিক তেমনভাবে এটাও সত্যি যে এই সময়ে যে হরমোনের পরিবর্তন হয় তাতে অন্য চার পাঁচটা দিনের থেকে এই পাঁচটা দিনে মহিলাদের শারীরিক এবং মানসিক একাধিক পরিবর্তন আসে। যে কারণে বিশ্বজুড়ে এই সময়ে ছুটির পক্ষে সওয়াল জোরদার হচ্ছে। এই ঘটনার কিছুদিন যেতে না যেতেই রূপান্তরকামীদের পিরিয়ডস নিয়ে মন্তব্য করে নিজের ‘মূর্খতা’কে সবার সামনে তুলে ধরলেন বিজেপি নেত্রী। এক সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে তাঁর প্রশ্ন, কোনও সমকামী পুরুষের কি পিরিয়ডস হওয়া সম্ভব? তা হলে এলজিবিটিকিউ-দের মেনস্ট্রুয়াল লিভ নিয়ে এই প্রশ্ন উঠছে কেন? অর্থাৎ রূপান্তরকামীদের শারীরিক পরিবর্তনে কী কী প্রভাব পড়ে, মন্ত্রীর যে সেই সম্পর্কে কোনও ধারণা নেই সেটা তাঁর কথা থেকে স্পষ্ট হয়ে গেছে। স্মৃতির মন্তব্য ছিল, ‘হুইচ গে ম্যান উইদাউট ইউটেরাস হ্যাজ় আ মেনস্ট্রুয়াল সাইকেল?’ স্বাভাবিক ভাবেই এই আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীরা স্মৃতির যুক্তিকে হাস্যকর আখ্যা দিচ্ছেন। ঘটনাকে ঘিরে সরব হয়েছে বিরোধী শিবিরও।

Previous articleবিমানপথে অযোধ্যার সঙ্গে জুড়ছে কলকাতা! কবে থেকে শুরু বিমান পরিষেবা?
Next articleকুস্তি সংস্থার কাজকর্ম দেখতে পিটি ঊষাকে চিঠি ক্রীড়া মন্ত্রকের, কমিটি গঠনের অনুরোধ আইওএ-কে