হামাসের সুড়ঙ্গ থেকে উদ্ধার ৫ পণবন্দির দেহ

গাজায় হামাসের সুড়ঙ্গ থেকে উদ্ধার হল ৫ পণ বন্দির মৃতদেহ। রবিবার এমনটাই দাবি করেছে ইজরায়েল সেনা। এ পাশাপাশি গাজা শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুড়ঙ্গের নেটওয়ার্ক ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে। আইডিএফ-এর তরফে এক্স হ্যান্ডেল এই সংক্রান্ত ভিডিও পোস্ট করে জানানো হয়েছে ৭ অক্টোবরের নরসংহারে যাদের বন্দি করা হয়েছিল তাদের মধ্যে পাঁচজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে ওই শবদেহ ইজরায়েলে ফিরিয়ে আনা হয়েছে।

আইডিএফ-এর তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে উদ্ধার হওয়া মৃতদেহে শ্রদ্ধা জানাতে দেখা গিয়েছে ইজরায়েল সেনাকে। সেনার তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া দেহগুলি সম্মানের সঙ্গে নিজ ভূমে সৎকার করা হবে। এই সব কিছুর মাঝেই গাজায় লাগাতার যুদ্ধ জারি রেখেছে ইজরায়েল সেনা। বেছে বেছে নিশানা করা হচ্ছে হামাসের ঘাঁটিগুলি। গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রবিবার শেষ রাতে গাঁজার শরণার্থী শিবিরের একাধিক ঘরে হামলা চালিয়েছে ইজরায়েলের সেনা। এই হামলায় ৭০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সাত অক্টোবর থেকে চলতে থাকা যুদ্ধে এখনো পর্যন্ত ২০ হাজারের বেশি প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে। যার মধ্যে ৬ হাজার শিশু। অন্যদিকে ইজরায়েলের ১২০০ মানুষ এই যুদ্ধের বলি হয়েছেন।

Previous articleক্রিসমাসে কিং সারপ্রাইজ: মন্নতের বাইরে করজোড়ে দেখা দিলেন শাহরুখ
Next articleবাঁকুড়া থেকে অনিরুদ্ধকে গ্ৰে.ফতার কলকাতা পুলিশের, একাধিক ধারায় দায়ের মামলা