Friday, December 19, 2025

বড়দিনে মিলল স্বস্তি! ফ্রান্সে আ.টক ভারতীয়দের নিয়ে ওড়ার অনুমতি পেল বিমান, গন্তব্য নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

অবশেষে মিলল স্বস্তি। এবার ৩০৩ ভারতীয় (Indians) যাত্রীদের আটক বিমানটিকে ফ্রান্স (France) ছেড়ে উড়ে যাওয়ার অনুমতি দেওয়া হল। সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবারই সমস্ত যাত্রী নিয়ে রওনা দেবে বিমানটি (Plane)। তবে তিনদিন আটকে থাকার পর ঠিক কোন গন্তব্যের উদ্দেশে উড়ে যাবে ওই চার্টার্ড বিমান, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

তবে এদিন বিমানটি এদিন রওনা দিলেও কোথায় তা যাবে, তা এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে, যাত্রীদের নিয়ে ভারতে ফিরে আসতে পারে এই চার্টার্ড বিমান অথবা যেখানে যাওয়ার কথা ছিল সেখানেও যেতে পারে। পাশাপাশি দুবাই থেকে যাত্রা শুরু করা বিমান ফের দুবাইতেই ফিরে যাওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে বলে খবর।

উল্লেখ্য, কয়েকদিন আগেই দুবাই থেকে নিকারাগুয়াগামী চার্টার্ড বিমানটিকে ফ্রান্সের ভ্যাট্রি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছিল। তাতেই ৩০৩ জন ভারতীয় ছিলেন। যাদের মধ্যে ছিল ১১ নাবালকও। সূত্রের খবর, মানব পাচার সন্দেহে বিমানটিকে আটকে দেয় স্থানীয় প্রশাসন। তবে বিষয়টি ফ্রান্সের ভারতীয় দূতাবাসে জানালে দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে জানানো হয় ফ্রান্সের ওই বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে দুবাই থেকে নিকারাগুয়াগামী একটি বিমানকে ফরাসি বিমানবন্দরে আটক করা হয়েছে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছয় দূতাবাসের আধিকারিকরা। আমরা ইতিমধ্যে পুরো পরিস্থিতি তদন্ত করছি এবং যাত্রীদের সুস্থতাও নিশ্চিত করার সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...