Wednesday, November 12, 2025

কর্মসাথী প্রকল্পে ব্যাপক সাড়া, মাত্র চার মাসেই নাম নথিভুক্ত ২০ লক্ষ পার

Date:

চালু হওয়ার মাত্র চার মাসের মধ্যেই রাজ্য সরকারের কর্মসাথী প্রকল্পে ২০ লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক তাঁদের নাম নথিভুক্ত করেছেন। পরিযায়ী শ্রমিকদের তথ্যভান্ডার তৈরি করে তাঁদের নিজের এলাকায় কাজের সন্ধান দিতে গত সেপ্টেম্বর মাসে কর্মসাথী প্রকল্পে তাঁদের নাম নথিভুক্ত করণের কাজ শুরু হয়। ওই সময় সপ্তম দুয়ারে সরকার কর্মসূচিতে ১৪ লক্ষ ২৫ হাজারের বেশি পরিযায়ী শ্রমিকের তথ্য নথিবদ্ধ করা হয়। গত ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া অষ্টম দুয়ারে সরকার কর্মসূচিতেও নাম নথিভুক্তির কাজ চলেছে।

দুয়ারে সরকার শিবির শুরু হওয়ার আগে ১ লা ডিসেম্বর থেকে কর্ম সাথী প্রকল্পের আওতায় পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তি করণের কাজে গতি আনতে রাজ্য সরকার বিশেষ অভিযানে নামে। বাড়ি বাড়ি গিয়ে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা হয়। বাড়ি বাড়ি যাওয়ার জন্য পঞ্চায়েত স্তরের কর্মীদের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরও যুক্ত করা হয়। প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে গোটা প্রক্রিয়ার ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রতিদিন জেলায় কত নাম তোলা হচ্ছে, তার রিপোর্ট সংশ্লিষ্ট দফতরে পাঠাতে হবে।এই উদ্যোগের ফলে অল্প সময়ের মধ্যেই আরো ৬ লক্ষ শ্রমিকের নাম নথিভুক্ত করার কাজ সম্পন্ন হয়েছে বলে শ্রম দফতর সূত্রে জানা গেছে।

এখনও পর্যন্ত ‘কর্মসাথী’ পোর্টালে ২১ লক্ষ ৬৬ হাজার পরিযায়ী শ্রমিকের নাম লিপিবদ্ধ করা হয়েছে। নভেম্বরে প্রায় ১০ লক্ষ নাম তোলার লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। এই সময়কালে ৮ লক্ষ মতো নাম নথিভুক্ত হয়েছে। বাকি প্রায় ৬ লক্ষের শ্রমিকের নামরাজ্যের আধিকারিকদের অভিমত, এখনও পর্যন্ত রাজ্যের ৮০ শতাংশের মতো পরিযায়ী শ্রমিকদের তথ্য রাজ্যের কাছে আছে। উত্তরাখণ্ডে বাংলার যে ও শ্রমিক আটকে পড়েছিলেন, তাঁদের কোনও তথ্যই সেই সময় রাজ্যের কাছে ছিল না। কেননা এই ৩ শ্রমিক বা তাঁদের পরিবারের সদস্যরা এই প্রকল্পে তাঁদের নাম নথিভুক্ত করেননি। আর তাই এবার পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে তৎপর রাজ্য সরকার। পোর্টালে তুলতেই ডিসেম্বরজুড়ে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন- প্রেমিকার বাবাকে পিষে পুলিশ হেফাজতে গজু, কুতুবার ঠাঁই সরকারি হোমে

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version