Saturday, May 17, 2025

অধীরগড়ে একের পর এক পঞ্চায়েত হাতছাড়া বাম-কংগ্রেসের, আস্থা তৃণমূলে

Date:

Share post:

পঞ্চায়েত ভোটে বাম-কংগ্রেস জোটের ফলাফল মুর্শিদাবাদেই কিছুটা আশার আলো দেখাচ্ছিল রাজ্য়ের নেতাদের। সেই জোরেই লোকসভায় বেশি আসনের দাবি কংগ্রেস (Congress) নেতারা হাইকম্যান্ডের কাছে পেশ করেছিলেন। কিন্তু এবার সেই মুর্শিদাবাদেই বাম-কংগ্রেসের জোটে থাকা একের পর এক পঞ্চায়েত বেদখল। জোটের সদস্যরা তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েতগুলি সবই শাসকদলের পক্ষে চলে যাচ্ছে। অধীর গড়েই জমি হারাচ্ছে কংগ্রেস। লোকসভা ভোটের আগে ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের নীতিতে বেমানান বাম-কংগ্রেস জোটের ভবিষ্যৎও প্রশ্নের মুখে।

পঞ্চায়েত ভোটের শেষে ফরাক্কা ব্লকের ৯টি পঞ্চায়েতের মধ্যে চারটি জিতেছিল তৃণমূল। বাকি চারটিতে জিতেছিল কংগ্রেস-বামের জোট। কিন্তু শেষ ছয়মাসে জোটের দখলে থাকা তিনটি পঞ্চায়েত বদলে যায় তৃণমূলে। মঙ্গলবার বেনিয়াগ্রাম পঞ্চায়েতের (Beniagram panchayat) ৫ সদস্য যোগ দিলেন তৃণমূলে। তার মধ্যে কংগ্রেস সদস্য যেমন আছেন, তেমনি আছেন বাম সদস্যও। এর ফলে ৩০ আসনের পঞ্চায়েতের ১৭টি আসন তৃণমূলের দখলে যাওয়ার পঞ্চায়েতের ক্ষমতা চলে গেল জোটের হাত থেকে।

অন্যদিকে নওদা ব্লকের কেদারচাঁদপুর পঞ্চায়েতের (Kedarchandpur panchayat) ১৮টি আসনের মধ্যে ১১টি ছিল জোটের দখলে। শুক্রবার ৩ জন জোট সদস্য যোগ দেন তৃণমূলে। মঙ্গলবার ফের এক জোট সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূল সদস্যের সংখ্যা হল ১৫, সেই সঙ্গে কেদারচাঁদপুর পঞ্চায়েতও। মুর্শিদাবাদের পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই জোটে এভাবে ভাঙন অব্যাহত লোকসভা ভোটের আগেই।

এই পরিস্থিতিতে রাজ্যে কংগ্রেসকে দুটি আসন ছাড়তে রাজি তৃণমূল। আর তারই বিরোধিতা করে হাইকম্যান্ডের সঙ্গে কথা বলেন রাজ্যের কংগ্রেস নেতৃত্ব। তাঁদের দাবি রাজ্যে অন্তত ছয়টি আসন তাঁদের জন্য ‘সম্মানজনক’ হবে। কিন্তু মুর্শিদাবাদ জেলাতেই যেভাবে বাম-কংগ্রেস জোট জমি হারাচ্ছে, তার পরে লোকসভায় হাইকম্যান্ডের কাছে পেশ করা তাদের দাবি কতটা ধোপে টিকবে তা নিয়েও উঠছে প্রশ্ন।

spot_img

Related articles

সেনার বীরত্বকে সম্মান: ত্রিপুরা, অসমেও তৃণমূলের শহিদ তর্পণ

পাকিস্তানের জঙ্গিদের থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার (Indian Army) জওয়ান থেকে বিএসএফ (BSF)। পাকিস্তানের...

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...

বিক্ষোভে খুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

গল্প বলার আসর-এর নামে খুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ...

মাও-দমনে নিহত রোলো! জওয়ানদের নিরাপত্তা দিতে গিয়ে ২০০ মৌমাছির কামড়

ছত্তিশগড়ের মাওবাদী দমনে সম্প্রতি ব্যাপক সাফল্যের মুখ দেখেছে সিআরপিএফ (CRPF)। মাওবাদীদের পেতে রাখা আইইডি থেকে নিজেদের নিরাপদ রেখে...