Wednesday, November 5, 2025

বাজারে মিলবে ‘সরকারি চাল’, ভোট টানতে নয়া ‘কৌশল’ কেন্দ্রের!

Date:

Share post:

নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে কার্যত নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বিজেপি সরকারের (BJP Government) আমলে নিত্য প্রয়োজনীয় জিনিস অগ্নিমূল্য। বাজারে যেতে ভয় পাচ্ছেন আমজনতা। কিন্তু ভোট বড় বালাই। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election 2024) । তাই কখনও পেট্রোল ডিজেলের দাম সামান্য কমিয়ে আবার কখনও গ্যাসের ভর্তুকি বাড়িয়ে মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছে বিজেপি সরকার। এবার সরকারি চাল (Bharat Rice)দেওয়ার ঘোষণা করে ভোট বাক্স ভরানোর চেষ্টা পদ্ম শিবিরের।

বাজারে চলতি মূল্যের থেকে অনেকটাই কম দামে এই চাল পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। এর নাম দেওয়া হয়েছে ‘ভারত রাইস’। সারা দেশে খুচরো চালের দাম আগের থেকে অনেকটা বেড়েছে। পরিসংখ্যান বলছে, নভেম্বরে দেশে খাদ্যশস্যের দাম ১০.২৭ শতাংশ বেড়েছে। যা মুদ্রাস্ফীতিকে পৌঁছে দিয়েছে ৮.৭০ শতাংশে। ইদানীং বাজারে গড়ে ৪৩.৩ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে চাল যা গত বছরের তুলনায় যা ১৪.১ শতাংশ বেশি। গোটা বিষয়টি নজরে রেখে চালের দামে লাগাম টানার সিদ্ধান্ত নিল কেন্দ্র। সরকারি সূত্রে খবর, ন্যাশানাল কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন, ন্যাশানাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় ভান্ডারের বিভিন্ন আউটলেটে ‘ভারত রাইস’ মিলবে। দেশের দু’হাজারের বেশি খুচরো বিপণিতে প্রতি কেজি সাড়ে ২৭ টাকা দরে ভারত আটা এবং প্রতি কেজি ৬০ টাকা দরে ভারত ডাল বিক্রি করে কেন্দ্র। এবার সেই তালিকায় জুড়ল চালের নাম। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের তরফে করা এই পদক্ষেপ কবে থেকে কার্যকরী হবে তা স্পষ্ট নয়।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...