সেঞ্চুরিয়ানে প্রথম বিদেশী ক্রিকেটার হিসেবে দ্বিতীয় সেঞ্চুরি করে ইতিহাস রাহুলের!

১৩৭ বলে ১০১ রান করে আউট হন রাহুল

প্রথম বিদেশী টেস্ট ব্যাটার হিসেবে সেঞ্চুরিয়ানে দ্বিতীয় সেঞ্চুরি করলেন কে এল রাহুল। ২০২১ সালের পর ২০২৩ সালেও দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে শতরান কে এল রাহুলের ব্যাট থেকে।দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই নজির গড়লেন লোকেশ রাহুল। শুধু নিজের রেকর্ডই নয়, দলকেও লড়াইয়ের মধ্যে ফেরালেন। মঙ্গলবার ৭০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন রাহুল। হাতে ছিল মার ২ উইকেট। দ্বিতীয় দিনের শুরু থেকেই কার্যত আক্রমণাত্মক খেলতে শুরু করেন। তবে একটা সময় মনে হচ্ছিল নন-স্ট্রাইকারে দাঁড়িয়ে থেকেই হয়তো রাহুলের শতরান হাতছাড়া হবে। কিন্তু ৬ মেরে নিজের সেঞ্চুরি সম্পন্ন করেন। ১৩৭ বলে ১০১ রান করে আউট হন রাহুল।

কে এল রাহুলই একমাত্র ক্রিকেটার যিনি দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ান স্টেডিয়ামে দুটি শতরান করেছেন। ২০২১ সালে ২৬০ বলে ১২৩ রান করেছিলেন। সেই সময় অবশ্য ওপেনার হিসেবে নেমেছিলেন তিনি। ওই টেস্ট ভারত জিতেছিল ১১৩ রানে। এছাড়া টেস্ট ক্রিকেটে নিজের অষ্টম শতরানও করে ফেললেন তিনি।অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে দুরন্ত বোলিং করেছেন কাগিসো রাবাডা। ৫৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। তাঁর শিকারের তালিকায় আছে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন এবং শার্দুল ঠাকুর। এছাড়া ৩ উইকেট নিয়েছেন নানদ্রে বার্গার। ১টি করে উইকেট পেয়েছেন জানসেন ও কোয়েটজি। ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৪৫ রানে। জবাবে ব্যাট করতে নেমে ১৩৮ রানে ৩ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

Previous articleআদালত অবরোধের ডাক দেওয়া হলে তা কি অপরাধের হবে?
Next articleবাজারে মিলবে ‘সরকারি চাল’, ভোট টানতে নয়া ‘কৌশল’ কেন্দ্রের!