Friday, August 22, 2025

নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে কার্যত নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বিজেপি সরকারের (BJP Government) আমলে নিত্য প্রয়োজনীয় জিনিস অগ্নিমূল্য। বাজারে যেতে ভয় পাচ্ছেন আমজনতা। কিন্তু ভোট বড় বালাই। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election 2024) । তাই কখনও পেট্রোল ডিজেলের দাম সামান্য কমিয়ে আবার কখনও গ্যাসের ভর্তুকি বাড়িয়ে মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছে বিজেপি সরকার। এবার সরকারি চাল (Bharat Rice)দেওয়ার ঘোষণা করে ভোট বাক্স ভরানোর চেষ্টা পদ্ম শিবিরের।

বাজারে চলতি মূল্যের থেকে অনেকটাই কম দামে এই চাল পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। এর নাম দেওয়া হয়েছে ‘ভারত রাইস’। সারা দেশে খুচরো চালের দাম আগের থেকে অনেকটা বেড়েছে। পরিসংখ্যান বলছে, নভেম্বরে দেশে খাদ্যশস্যের দাম ১০.২৭ শতাংশ বেড়েছে। যা মুদ্রাস্ফীতিকে পৌঁছে দিয়েছে ৮.৭০ শতাংশে। ইদানীং বাজারে গড়ে ৪৩.৩ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে চাল যা গত বছরের তুলনায় যা ১৪.১ শতাংশ বেশি। গোটা বিষয়টি নজরে রেখে চালের দামে লাগাম টানার সিদ্ধান্ত নিল কেন্দ্র। সরকারি সূত্রে খবর, ন্যাশানাল কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন, ন্যাশানাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় ভান্ডারের বিভিন্ন আউটলেটে ‘ভারত রাইস’ মিলবে। দেশের দু’হাজারের বেশি খুচরো বিপণিতে প্রতি কেজি সাড়ে ২৭ টাকা দরে ভারত আটা এবং প্রতি কেজি ৬০ টাকা দরে ভারত ডাল বিক্রি করে কেন্দ্র। এবার সেই তালিকায় জুড়ল চালের নাম। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের তরফে করা এই পদক্ষেপ কবে থেকে কার্যকরী হবে তা স্পষ্ট নয়।

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...
Exit mobile version