রাজধানী দিল্লিতে ইজরায়েল দূতাবাসের কাছেই বিস্ফোরণের শব্দকে ঘিরে মঙ্গলবার সন্ধেয় জোর চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশ এবং জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

দূতাবাস থেকে ঢিল ছোড়া দূরত্বে ওই বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে তারা। জানা গিয়েছে, সন্ধ্যা ৬টা নাগাদ এই বিস্ফোরণের খবর আসে দিল্লি পুলিশের কাছে। এক অপরিচিত ব্যক্তি দমকলে ফোন করে জানান নয়াদিল্লির চাণক্যপুরী এলাকায় ইজরায়েলি দূতাবাসের পিছন দিকে একটি ফাঁকা জায়গায় ওই বিস্ফোরণ ঘটেছে।দিল্লির চাণক্যপুরী এলাকায় রয়েছে ইজরায়েলের দূতাবাস। দূতাবাসের পাশে রয়েছে পরিত্যক্ত জমি। সেখানেই ওই বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গিয়েছে। দিল্লির দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে বিস্ফোরক পাওয়া যায়নি। তবে দূতাবাসের পাশের ফাঁকা জমিতে বিস্ফোরণ জাতীয় কিছু একটা হয়েছে, তা নিশ্চিত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।