Tuesday, November 4, 2025

ইজরায়েলি দূতাবাসে বিস্ফোরণ: CCTV খতিয়ে দেখে চিহ্নিত ২ সন্দেহভজন

Date:

Share post:

দিল্লির চাণক্যপুরীতে অবস্থিত ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনায় তদন্তকারীদের নজরে ২ সন্দেহভাজন যুবক। সিসিটিভি খতিয়ে দেখে বিস্ফোরণের ঘটনায় ওই দুই যুবকই তদন্তকারীদের সন্দেহের তালিকায়। সূত্রের খবর, বিস্ফোরণের কিছু সময় আগে ঘটনাস্থলে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই দুইজনকে। ওই এলাকায় সবকটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি এলাকার নিরাপত্তা ব্যপক বাড়ানো হয়েছে ওই এলাকার।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে ইজরায়েলের পতাকায় মোড়া টাইপ করা একটি চিটি উদ্ধার করা হয়েছে। যেখানে ইংরেজিতে গাজায় ইজরায়েলের কর্মকাণ্ডের কথা তুলে ধরা হয়েছে। এবং বলা হয়েছে এই হামলা তারই প্রতিশোধ। জানা যাচ্ছে, একটি গ্রুপ নিজেদের ‘স্যার আল্লাহ রেজিস্ট্যান্স হিসেবে পরিচয় দিয়ে বিস্ফোরণের দায় স্বীকার করেছে। বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় ন্যাশনাল সিকিউরিটি গার্ডের(এনএসজি) একটি দল। এনএসজির পাশাপাশি গোটা ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশ।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় ইজরায়েলি দূতাবাসের মুখপাত্র গাই নির জানান, বিকেল ৫টা ৮ মিনিট নাগাদ দূতাবাসের সামনে একটি বিস্ফোরণ ঘটে। যদিও এই ঘটনায় দূতাবাসের কোনও কর্মী আহত হননি। অন্যদিকে, ইজরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি সতর্কবার্তা জারি করেছে। যেখানে ইজরায়েলি নাগরিকদের জনাকীর্ণ স্থানে (মল বা মার্কেট) যাওয়া এড়াতে এবং ইহুদি বা ইজরায়েলিদের সাথে কোনোভাবেই জড়িত এমন জায়গায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরামর্শের মধ্যে ইজরায়েলি প্রতীকগুলি প্রদর্শন করা এড়ানো, বড় আকারের ইভেন্টগুলিতে অংশ নেওয়া এড়ানো, সেইসাথে ভ্রমণের তথ্য পোস্ট করা বা ভ্রমণের ছবি বা ভ্রমণের বিশদ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালেও ইজরায়েলি দূতাবাসের বাইরে একটি বিস্ফোরণ ঘটে যেখানে একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

spot_img

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...