Tuesday, May 20, 2025

ডাম্পারের সঙ্গে ধা.ক্কা! মাঝ রাস্তায় জ্ব.লল যাত্রীবাহী বাস, ভিতরেই ঝ.লসে মৃ.ত কমপক্ষে ১৩ যাত্রী

Date:

Share post:

মাঝ রাস্তায় দাউদাউ করে জ্বললো আস্ত একটি বাস (Bus)। যার জেরে বাসের ভিতরেই জ্যান্ত পুড়ে গেলেন কমপক্ষে ১৩ যাত্রী। গুরুতর জখম আরও অনেকে। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে একটি ডাম্পারের (Dumper) সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। মুখোমুখি সংঘর্ষের পরই আগুন লেগে যায় বাসে। তবে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে আসতে পারলেও, প্রাণে বাঁচেননি ১৩ জন। বাসের ভিতরেই পুড়ে তাদের মৃত্যু হয়। মধ্য প্রদেশের গুনা জেলার দুর্ঘটনা। গুনা জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) জানিয়েছেন, রাত ৯টার দিকে যখন দুর্ঘটনা ঘটে তখন বাসটি হারুনের দিকে যাচ্ছিল এবং ডাম্পারটি গুনার দিকে যাচ্ছিল। সেই সময় বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। বাসের মালিক বিজেপি নেতা ধর্মেন্দ্র সিকারওয়ার। বাসের কোনও বীমা এবং ফিটনেস সার্টিফিকেট নেই। পাশাপাশি বাস ফিটনেসের মেয়াদ ১ সেপ্টেম্বর ২০১৫-এ শেষ হয়েছে, ২০২১-এর পরে কোনও রোড ট্যাক্স দেওয়া হয়নি।

উল্লেখ্য, বুধবার রাতে গুনা-আরন রোডের উপরে মুখোমুখি সংঘর্ষ হয় একটি বেসরকারি বাস ও ডাম্পারের। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, বাসের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। যখন দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে আহত যাত্রীরা নেমে আসছিলেন, এমন সময়ই আগুন লেগে যায়। ভিতরেই আটকে পড়ে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, বাস থেকে ১৭ জন আহত যাত্রীকে উদ্ধার করে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল। বাসের ভিতর থেকে ১৩ জন যাত্রীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। দেহগুলি এতটাই পুড়ে গিয়েছে যে চিহ্নিতকরণ সম্ভব নয়। ডিএনএ পরীক্ষা করেই দেহ শনাক্ত করা হবে।

তবে কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে অনুমান, ঘন কুয়াশার কারণেই উল্টোদিক থেকে আসা বাসটিকে দেখতে পায়নি ডাম্পার। এর কারণেই মুখোমুখি সংঘর্ষ হয়।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়েই শোক প্রকাশ করেছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের পরিবারপিছু ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করেছেন তিনি।

 

 

 

spot_img

Related articles

স্থানীয় নেতৃত্বকে সতর্ক করে কড়া বার্তা! কেন্দ্রের টোল ট্যাক্স নিয়ে তীব্র অসন্তোষ মুখ্যমন্ত্রীর

প্রিয় নেত্রীকে সামনে পেয়ে যা অভাব অভিযোগ ছিল সব কিছু তাঁকে জানিয়েছেন শিল্পপতিরা। সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের...

শিল্পের নয়া দিগন্ত উত্তরে! প্রাপ্য টাকা না দেওয়ায় ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং মস্তিষ্কপ্রসূত যুগান্তকারী বিভিন্ন উদ্যোগে বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। এসেছে বিনিয়োগের জোয়ার। সোমবার শিলিগুড়িতে...

সরকার আইনি পথে কাজ করছে! ধৈর্য ধরুন, আশ্বাস শিক্ষামন্ত্রীর 

মুখ্যমন্ত্রীর আশ্বাস থাকা সত্ত্বেও বিকাশ ভবনের সামনে কিছু শিক্ষক ও অশিক্ষক কর্মীর বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী...

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...