Sunday, November 2, 2025

ভারতে অস্ত্র বানাবে রাশিয়া, জয়শংকর সাক্ষাতে ঘোষণা রুশ বিদেশমন্ত্রীর

Date:

এবার ভারতের মাটিতে অস্ত্র তৈরি করতে চলেছে রাশিয়া। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকের পর এমনটাই ঘোষণা করলেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। মেক ইন ইন্ডিয়ার অংভারতেভারতেভারতেশ হিসাবে ভারতের সামরিক পণ্য উৎপাদন করবে রাশিয়া।

গত সোমবার ৫ দিনের সফরে রাশিয়া গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে বুধবার রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকে অস্ত্র উৎপাদন, প্রযুক্তির উন্নয়নের মতো একাধিক বিষয় আলোচনা হয় দুই মন্ত্রীর। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে লাভরভ ঘোষণা করেন, এবার ভারতে অস্ত্র তৈরি করবে রাশিয়া। এই পদক্ষেপের দ্রুত অগ্রগতি হচ্ছে। এদিন রুশ বিদেশমন্ত্রী বলেন, “রাশিয়া দিল্লির এই উদ্যোগকে সমর্থন করতে প্রস্তুত। আমরা বুঝি এই প্রকল্প কতটা গুরুত্বপূর্ণ। মেক ইন ইন্ডিয়ার অংশ হিসাবে আমরা বিভিন্ন সামরিক পণ্য উৎপাদন করব। আমরা সবরকম সহযোগিতার জন্য তৈরি।” তিনি আরও বলেন, খুব শীঘ্রই নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডর প্রকল্প বাস্তবায়িত হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত-রাশিয়ার বন্ধুত্বকে অন্য মাত্রা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বের বেশিরভাগ দেশ যখন রাশিয়ার থেকে বাণিজ্যিক ভাবে মুখ ফিরিয়েছিল সেই সময় ইউরোপের চোখ রাঙানিকে উপেক্ষা করে রাশিয়ার তেল কেনে ভারত। এরপর গত জুন মাসে মস্কোর একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময়ে পুতিনকে বলতে শোনা যায়, “ভারত আমাদের বন্ধু। প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও রাশিয়ার ভালো বন্ধুত্ব রয়েছে। কয়েকবছর আগে তিনি ভারতে ‘মেক ইন ইন্ডিয়া’ নামে একটি প্রকল্প চালু করেছিলেন। দেশের অর্থনীতিতে তার প্রভাব খুব ভালো ভাবেই দেখা গিয়েছে। ভারতের দেখানো উপায়ে দেশে তৈরি পণ্য জনপ্রিয় করে তুলতে পারে রাশিয়াও।”

Related articles

রবিবাসরীয় বিহার ভোট প্রচার জমজমাট: পুকুরে সাঁতরে নজরে রাহুল

নির্বাচনের আগে শেষ রবিবার। ফলে স্বাভাবিকভাবেই উত্তপ্ত বিহারের রাজনীতি। একদিকে রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ।...

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে...

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...
Exit mobile version