Wednesday, May 14, 2025

ফিরে দেখা ২০২৩: রাজ্য-দেশ-বিদেশে ঘটে যাওয়া উল্লেখযোগ্য দু.র্ঘটনা

Date:

Share post:

প্রতিটা বছর আমাদের উপহার দিয়ে যায় কিছু ভালো সময়, ভালো মুহূর্ত। কিন্তু সব ভালোর মাঝে এমন কিছু দুর্ঘটনা (Accident) ঘটে যায় যা রীতিমতো সাড়া ফেলে দেয়। ২০২৩ সালও তার ব্যতিক্রম নয়। চলতি বছরেও দেশ, বিদেশ, কলকাতা-সহ গোটা বাংলা এমন কিছু দুর্ঘটনা প্রত্যক্ষ করেছে যা দেখে রীতিমতো হাড়হিম অবস্থা। নতুন বছর (New Year) আসতে আর মাত্র কিছু সময় বাকি। তবে তার আগে একবার নজর রাখা যাক চলতি বছরের এমন কিছু দুর্ঘটনার খবরে যা দেখে আপনিও চমকে উঠতে বাধ্য।

  • ১৫ জানুয়ারি, ২০২৩ (রবিবার)নেপালের পোখরায় বড়সড় বিমান দুর্ঘটনা। দুর্ঘটনার পরেই জোরকদমে শুরু হয় উদ্ধারকার্য। তবে শেষরক্ষা হয়নি। বিমানটিতে মোট ৭২ জন ছিলেন, সকলেরই দুর্ঘটনায় মৃত্যু হয়।

 

  • ৬ ফেব্রুয়ারি, ২০২৩ (সোমবার)- ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠে তুরস্ক ও সিরিয়া। ৭.৮ রিখটার স্কেলে কম্পনের জেরে তাসের ঘরের মতো ভেঙে বাড়িঘর। প্রাণ হারান কমপক্ষে ৬০ হাজার মানুষ।

 

  • বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২১- চলতি বছরের ১৬ মে, মঙ্গলবার ও ২৭ অগাস্ট রবিবার পূর্ব মেদিনীপুরের এগরা ও উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের দুই বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে মোট ২১ জনের।

  • ২ জুন, ২০২৩ (শুক্রবার)- ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা। ট্র্যাকের উপর ট্র্যাক উঠে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে লাশের পাহাড় দেখেছিল বাহানাগা স্টেশন। পরে চার্জশিটে সিবিআই উল্লেখ করে যান্ত্রিক ত্রুটি নয়, কর্মীদের ভুলেই ঘটেছে এত বড় দুর্ঘটনা।

 

  • ৪ অগাস্ট ২০২৩ (শুক্রবার)- বেহালা চৌরাস্তার সামনে দুর্ঘটনায় মৃত্যু হয় এক স্কুলছাত্র ও তাঁর বাবার। ঘটনার প্রায় দেড় ঘণ্টা পরে বেহালা থানার পুলিশের তত্ত্বাবধানে ওই শিশুর দেহ নিয়ে যাওয়া সম্ভব হয়। রণক্ষেত্রের চেহারা নেউ এলাকা। উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় পুলিশের গাড়ি এবং বাইকে।

 

  • ৭ অক্টোবর, ২০২৩ (শনিবার) ইজরায়েলের বুকে বেনজির হামলা চালায় প্যালেস্তিনীয় সশস্ত্র সংগঠন হামাস। প্রাণ হারান অন্তত দেড় হাজার মানুষ। ২৫০ জনকে অপহরণ করে গাজা ভূখণ্ডে নিয়ে যায় হামাস। তারপরই অপারেশন ‘আয়রন সোর্ড’ শুরু করে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস বা ইজরায়েলের সেনা।

 

  • ৫ ডিসেম্বর ২০২৩ (মঙ্গলবার)- মিগজাউম ঝড়ের দাপটে অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ুতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৭ জন। এছাড়াও গত ১৯ ডিসেম্বর, মঙ্গলবার ঘূর্ণিঝড়ের দাপটে তামিলনাড়ুতে রেকর্ড বৃষ্টি হয়। মৃত্যু হয় কমপক্ষে ১২ জনের।

 

  • ১৩ ডিসেম্বর, ২০২৩ (বুধবার)- আচমকাই বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু হয় চারজনের। ব্রিটিশ আমলে তৈরি জলের ট্যাঙ্ক গুলোর ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হওয়াকে এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। পাশাপাশি রেলের গাফিলতিও বড়সড় প্রশ্নের মুখে।

 

  • ১৩ ডিসেম্বর, ২০২৩ (বুধবার)- বসিরহাটের ইটভাটায় ফার্নেস বিস্ফোরণে প্রাণ হারান ৫ শ্রমিক। আহত হন আরও বেশ কয়েকজন শ্রমিক। আহতদের মধ্যে দু জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়।

 

  • ২৮ ডিসেম্বর, ২০২৩ (বৃহস্পতিবার)-তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ঘন কুয়াশার কারণে পথ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১০। পাশাপাশি দুর্ঘটনায় আহত কমপক্ষে ৫৭। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা চিকিৎসকদের।

 

 

 

spot_img

Related articles

আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে আজ বিকেলে নবান্নে (Nabanna) রাজ‍্য মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে। ভারত-পাকিস্তান সংঘর্ষ...

আজ সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে ডিএ মামলার শুনানি

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ (DA )মামলার শুনানি হতে চলেছে। গত আড়াই বছরে...

সেনার স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ! পাক কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ বিদেশমন্ত্রকের 

ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতির (cease fire) মাঝে এবার কূটনৈতিক দিক থেকে ইসলামাবাদ আর নয়াদিল্লির মধ্যে বাড়ছে টানটান উত্তেজনা।...

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...